ব্যাটিং ব্যর্থতায় ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল মাত্র 244 রানে, ৫০-র গন্ডি টপকালেন একমাত্র কোহলি

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল থেকে অ্যাডিলেডে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া দিবারাত্রি টেস্ট (India vs Australia Day Night Test)। আর এই টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক বিরাট কোহলি। চার ম্যাচের টেস্ট সিরিজের এটিই প্রথম ম্যাচ। এই ম্যাচ খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর তাই এই ম্যাচের দিকেই নজর দুই দেশের ক্রিকেট সমর্থকদের।

এই ম্যাচের প্রথম একাদশ ঘোষণা হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছিল। কারণ ফর্মে থাকা কে এল রাহুল ও শুভমান গিলকে বাদ দিয়ে দলে নেওয়া হয়েছিল চূড়ান্ত অফ ফর্মে থাকা পৃথ্বী শ-কে। তার ফল হাতেনাতেই পেল টিম ইন্ডিয়া। ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলে মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান পৃথ্বী শ। তার কয়েক ওভার পরে প্যাভিলিয়নে ফিরে যান ভারতের আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। সেই সময় ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং চেতেশ্বর পুজারা কিছুটা পার্টনারশিপ করার চেষ্টা করলেও একের পর এক উইকেট পড়তে থাকে ভারতের।

ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় বিরাট কোহলি রান আউট। আজিঙ্কা রাহানের ভুল কলে ক্রিজ থেকে বেরিয়ে যান বিরাট কোহলি আর সেই সময় তিনি রান আউট হন। ব্যক্তিগত 74 রান করে রাহানের ভুলে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় অধিনায়ক কোহলিকে। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় কোহলির। তারপর আর কোন ভারতীয় ব্যাটসম্যান সেই ভাবে ক্রিজে টিকে থাকতে পারেনি। ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় 244 রানে।

এক নজরে দেখে নেওয়া যাক ভারতের স্কোর বোর্ড:

পৃথ্বী শ 00, মায়াঙ্ক আগারওয়াল 17, চেতেশ্বর পূজারা 43, বিরাট কোহলি 74, আজিঙ্কা রাহানে 42, হনুমা বিহারী 16, ঋদ্ধিমান সাহা 9, রবীচন্দ্রন অশ্বিন 15, উমেশ যাদব 6, জাসপ্রিত বুমরাহ 4, মহম্মদ সামি 00।

Udayan Biswas

সম্পর্কিত খবর