উড়ে গেল বাংলাদেশ! দাপট দেখিয়ে ফাইনালে উঠে ফের পাকিস্তানের মুখোমুখি যশ ধুলের ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian ‘A’ Team) গ্রুপ পর্বে নিজেদের সবকটি ম্যাচ জিতে ইমার্জিং এশিয়া কাপের (Emerging Asia Cup) সেমিফাইনালে পৌঁছেছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছিল তারা। সেমিফাইনালে তারা মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ‘এ’ দলের। সমস্যা ছিল যে ভারতের ‘এ’ দলে কারোর আন্তর্জাতিক সিনিয়র পর্যায়ের ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকলেও বাংলাদেশ দল ছিল অত্যন্ত অভিজ্ঞ।

এই অভিজ্ঞ বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলকে সমস্যা করতে হবে এমনটা আশঙ্কা ছিল প্রথম থেকেই। আর ঠিক তাই হয়েছিল ম্যাচে। গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে নায়ক হওয়া গুজরাট টাইটান্সের ব্যাটিং তারকা সাই সুদর্শন এদিন ব্যর্থ। পুরো ৫০ ওভার ব্যাটিং করতে ব্যর্থ হয় ভারত এবং বাংলাদেশের সামনে তারা জয়ের জন্য লক্ষ্য রাখে মাত্র ২১২ রান।

বাংলাদেশের মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব এবং রাকিবুল হাসান দুটি করে উইকেট নিয়ে ভারতের ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙে দেন। ভারতের হয়ে একমাত্র লড়াকু ব্যাটিং করেন ভারত অধিনায়ক যশ ধুল। আগ্রাসী ব্যাটিং করেছে ৬৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। কিন্তু একটা সময় মনে হচ্ছিল তার ওই ইনিংসটি ভারতকে জেতানোর জন্য যথেষ্ট নয়।

dhull

বাংলাদেশ শুরুটাও করেছিল দুর্দান্তভাবে। গত ম্যাচে ধোনির চেন্নাই সুপার কিংসের বোলার রাজ্যবর্ধন হাঙ্গরেকার এদিন সম্পূর্ণ ব্যর্থ। একসময় কোন উইকেট না হারিয়েই ৭০ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু এরপর রুখে দাঁড়ান বক্সার বাবার ছেলে নিশান্ত সিন্ধু। তার অর্থোডক্স বাঁ-হাতি স্পিন বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। ৭০ রানে কোন উইকেট না হারানো এমন পর্যায়ে থেকে মাত্র ১৬০ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।

ফাইনালে ভারত আরও একবার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে। পাকিস্তানের ৩২২ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৬২ রানের বেশি তুলতে পারেনি লঙ্কার ব্যাটাররা। এই ফাইনাল পাকিস্তানের কাছে বদলার ম্যাচ। ভারত চাইবে গ্রুপ পর্বে যা হয়েছিল সেই ঘটনাটি পুনরাবৃত্তিক ঘটাতে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর