বাংলা হান্ট ডেস্ক : নরেন্দ্র মোদিকে (Narendra Modi) অভ্যর্থনা জানাতে ভাঙা হয়েছিল চিরাচরিত নিয়ম। সূর্যাস্তের পরে তাঁকে স্বাগত জানানো হয় পাপুয়া নিউ গিনিতে (Papua New Guinea)। এখানেই শেষ নয়, মোদি বিমান থেকে নামতেই ভারতীয় সংস্কার অনুযায়ী তাঁর পা ছুঁয়ে প্রণাম করতে যান পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে (James Marape)। তা ভাইরালও হয়ে যায়। এবার ভারতের প্রধানমন্ত্রীকে তাদের দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান দিল পাপুয়া নিউ গিনি।
সেদেশের গভর্নর জেনারেল স্যার বব ডাডাই মোদিকে Conferred the Companion of the Order of Logohu- সম্মানে ভূষিত করেন। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশগুলিকে একত্রিত করার জন্য এবং গ্লোবাল সাউথ বার্তা দেওয়ার জন্য এই সম্মান দেওয়া হয়েছে। এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে এই সম্মান দেওয়া হয়েছিল।
তবে শুধু পাপুয়া নিউ গিনি নয়, ফিজিও তাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে নরেন্দ্র মোদিকে। ফিজি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী সিতিভেনি রাবুকা মোদিকে Companion of the Order of Fiji- সম্মানে ভূষিত করেছেন। ফিজির সঙ্গে ভারতের সম্পর্কের কথা বলে ট্যুইট করেছিলেন মোদি। প্রধানমন্ত্রী ট্যুইটে লিখেছিলেন, ‘ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার জন্য আমরা মুখিয়ে রয়েছি।’
সোমবার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরষ্ট্রগুলির সম্মেলনের আগে মোদির সঙ্গে বৈঠকে বসেন মারাপে। আর সম্মেলনে নিজের ভাষণে তিনি বলেন, ‘বড় দেশগুলির মধ্যে লড়াইয়ের জেরে আমাদেরকেই সমস্যায় পড়তে হয়। ক্ষমতার লড়াইয়ের জেরে ক্ষতির মুখে পড়তে হয়। এজন্য আন্তর্জাতিক মঞ্চে আমাদের মতো ছোট দেশগুলির সমস্যা তুলে ধরার জন্য মোদিই প্রকৃত কণ্ঠস্বর।’
মারাপে আরও বলেন, ‘আশা করি প্রশান্ত মহাসাগরীয় এলাকায় দেশগুলির সমস্যার কথা বিশ্ব মঞ্চে তুলে ধরবেন মোদি। আন্তর্জাতিক ক্ষেত্রে মোদির নেতৃত্বে ভারত যেভাবে এগোবে, আমরাও সেই পথেই হাঁটব।’