হতে চলেছে বড় ধামাকা? আরব সাগরে INS বিক্রান্ত-কে সক্রিয় করল ভারত

Published On:

বাংলা হান্ট ডেস্ক: জম্মু কাশ্মীরের পাহেলগাঁও-তে ভয়াবহ জঙ্গি হামলার (Kashmir Attack) ঘটনায় প্রাণ হারান ২৭ জন। গত মঙ্গলবারের এই নৃশংস ঘটনায় নিরীহ পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। এদিকে, এই ঘটনার পরেই রীতিমতো গর্জে ওঠে সারাদেশ। শুধু তাই নয়, ইতিমধ্যেই একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ভারতের তরফে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে।

জঙ্গি হামলার (Kashmir Attack) পরেই INS বিক্রান্ত-কে সক্রিয় করল ভারত:

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই আরব সাগরে ভারত তার যুদ্ধজাহাজ INS বিক্রান্ত-কে সক্রিয় করেছে। এদিকে, ভারত এবং পাকিস্তানের মধ্যে এই উত্তেজক মুহূর্তে ভারতের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমান সময়ে INS বিক্রান্ত যুদ্ধ জাহাজে মিগ ২৯ যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।

India activates INS Vikrant in Arabian Sea after Kashmir Attack.

যদিও, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে ওই যুদ্ধ জাহাজে এবার অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও খবর মিলেছে। এমতাবস্থায়, পাকিস্তানের বিরুদ্ধে ভারত বড়সড় পদক্ষেপ গ্রহণ করতে পারে।

আরও পড়ুন: বড় পদক্ষেপের পথে ভারত! দখল করা হবে PoK? প্রধানমন্ত্রীর ইঙ্গিতের পর রাষ্ট্রপতি ভবনে জরুরি বৈঠক

জানিয়ে রাখি যে, বৃহস্পতিবার বিকেলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর সাথে বৈঠক সম্পন্ন করেন। এদিকে বিদেশ মন্ত্রকে একাধিক দেশের রাষ্ট্রদূতের সাথেও আলোচনা সম্পন্ন হয়। যেখানে তাঁদের এই হামলার (Kashmir Attack) প্রসঙ্গে অবতারণা করা হয়।

আরও পড়ুন: পেহেলগাঁও হামলার জের? নীরজের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন আরশাদ নাদিম, আসছেন না ভারতে

প্রসঙ্গত উল্লেখ্য যে, কাশ্মীরে হামলার (Kashmir Attack) পরের দিন অর্থাৎ গত বুধবার সন্ধ্যেতেই প্রধানমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক সম্পন্ন হয়। সেখানেই কেন্দ্রীয় সরকার সিন্ধু জলবন্টন চুক্তি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি, ভারতে (India) পাকিস্তানি দূতাবাস বন্ধ রাখা এবং কোনও পাকিস্তানিকে ভারতীয় ভিসা না দেওয়ার ও সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও, আটারি সীমান্ত বন্ধ করে দেওয়ার ক্ষেত্রেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X