শুধু আদানি-অম্বানি নয়! ভারতের ধনকুবেরদের মিলিত সম্পত্তি টেক্কা দিচ্ছে এই মুসলিম দেশকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সারা বিশ্বে ধনকুবেরদের সংখ্যা কম নেই। বিভিন্ন নামীদামী সংস্থার মাথায় বসে রয়েছে যাঁরা, তাঁদের সম্পত্তির হিসেব করতে বসলে চোখ উঠবে কপালে। কিন্তু ভারতের (India) ক্ষেত্রে ধনকুবেরদের প্রসঙ্গ উঠলে দুটি নামই সবথেকে বেশি শোনা যায়- মুকেশ অম্বানি এবং গৌতম আদানি। শুধু ভারতেরই নয়, সমগ্র এশিয়া মহাদেশের সর্বাধিক ধনীদের তালিকার শীর্ষেই নাম রয়েছে এই দুই শিল্পপতির।

ভারতে (India) ধনকুবেরদের সংখ্যা বাড়ল

ভারতে (India) ধনী বলতে এই দুজনকেই মূলত বোঝানো হলেও আদানি-অম্বানি ছাড়াও এ দেশে যে আরো ধনকুবের রয়েছেন, সেটাই প্রমাণ করে দিল সাম্প্রতিক একটি পরিসংখ্যান। সদ্য প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্ট অনুযায়ী, বর্তমানে ভারতে (India) ধনকুবেরদের সংখ্যা ২৮৪ জন। তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষে দেশে অতি ধনী ব্যক্তিদের সংখ্যা বেড়েছে ১৩ জন।

India all millionaires combined money is more than this country gdp

কতজন অতি ধনী রয়েছেন ভারতে: রিপোর্ট বলছে, বিগত এক বছরে ভারতের (India) ধনী ব্যক্তিদের সম্পত্তির পরিমাণ বেড়েছে ১০ শতাংশ। আর দেশের এই ২৮৪ জন অতি ধনী ব্যক্তিদের মোট সম্পত্তির পরিমাণ ছাপিয়ে যাবে সৌদি আরবের জিডিপিকেও।

আরো পড়ুন : ভয়াবহ ভূমিধস! হিমাচল প্রদেশের কুলুতে প্রাণ হারালেন ৬ জন, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৫

বিগত কয়েক বছরের উত্থান পতন: তথ্য বলছে, ২০২২ সালে ভারতে (India) ধনকুবেরদের সংখ্যা ছিল ২৪৯ জন। ২০২৩ সালে তা এক ধাক্কায় কমে দাঁড়িয়েছিল ১৮৭ জনে। ২০২৪ এ আবার তা বেড়ে গিয়ে পৌঁছায় ২৭১ জনে। আর ২০২৪ অর্থবর্ষে তা সর্বোচ্চ ২৮৪ জনে পৌঁছেছে।

আরো পড়ুন : সুদীপা অগ্নিদেবের আদুরে পুত্র, আদিদেব কোন স্কুলে পড়ে জানেন? পড়ার খরচই বা কত?

যেভাবে দেশে ধনকুবেরদের সংখ্যা বাড়ছে, তাঁদের সম্পত্তির পরিমাণ বাড়ছে, তাতে এটা স্পষ্ট যে দেশও উন্নতির দিকে এগোচ্ছে। এ বিষয়ে হুরুন ইন্ডিয়ার এক কর্মকর্তার তরফে জানানো হয়েছে, ভারতীয় ধনকুবেরদের মিলিত সম্পত্তির পরিমাণ ট্রিলিয়ন ডলারকেও পার করে গিয়েছে, যা কিনা সৌদি আরবের জিডিপির থেকেও বেশি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X