১ জুন বিরাট ‘কাণ্ড’ ঘটাতে চলেছে INDIA জোট, তোলপাড়!

বাংলা হান্ট ডেস্কঃ গত এপ্রিল মাস থেকে শুরু হয়েছে ‘দিল্লি দখলের লড়াই’। দেখতে দেখতে তা একেবারে অন্তিম লগ্নে এসে পৌঁছেছে। আগামী ১ জুন রাজ্যে সপ্তম তথা শেষ দফার নির্বাচন (Lok Sabha Election 2024)। এর ঠিক তিনদিন পর ৪ জুন প্রকাশিত হবে ভোটের ফলাফল। তার আগে সপ্তম দফার ভোটের দিন গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল INDIA জোট।

সোমবার জনপ্রিয় এক সংবাদমাধ্যমের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে। সেখানে এক ঘনিষ্ঠ সূত্রের কথা উদ্ধৃত করে লেখা হয়েছে, আগামী শনিবার তথা ১ জুন রাজধানী দিল্লিতে INDIA জোটের একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানে ভোট পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে বলে খবর।

চব্বিশের লোকসভা নির্বাচনে জোট (INDIA Alliance) তৈরি করে লড়ার ফলে কেমন প্রতিক্রিয়া মিলেছে, নির্বাচনের ফলাফল কেমন হতে পারে এবং সর্বোপরি INDIA জোটের ফলাফল যদি ভালো হয় তাহলে আগামী কী পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে এই বৈঠকে আলোচনা করা হবে বলে জানা যাচ্ছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আগামী শনিবার এই বৈঠক ডেকেছেন।

আরও পড়ুনঃ গরমের ছুটি শেষ! এদিন থেকে খুলছে রাজ্যের স্কুল, ভোটের মধ্যেই ঘোষণা শিক্ষা দফতরের

চলতি লোকসভা নির্বাচনে আসন সংখ্যার নিরিখে যদি দূরত্ব কমে আসে তাহলে সেক্ষেত্রে জোটের বাইরে থাকা দলগুলির সঙ্গে আলাপ-আলোচনার প্রস্তাবও উঠতে পারে বলে খবর। এমনকি সবচেয়ে জরুরি বিষয়, INDIA জোটের প্রধানমন্ত্রীর মুখ হিসেবে কাকে তুলে ধরা হবে সেই নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।

INDIA জোটের শরিক দলগুলির বিশ্বাস, এই নির্বাচনে তাঁদের সম্মিলিত লড়াইয়ে BJP পরাজিত এবং তারা সরকার গড়তে সমর্থ হবে। এছাড়া দিল্লির মুখ্যমন্ত্রী তথা INDIA জোটের অন্যতম শরিক দলের নেতা অরবিন্দ কেজরিওয়াল আগামী ২ জুন জেলে ফিরে যাবেন। তিনি জামিনের মেয়াদ আরও ৭ দিন বৃদ্ধির আবেদন জানালেও আদালত কী বলবে তা এখনও জানা নেই। সেই কারণে আগামী ১ জুনের মধ্যেই গুরুত্বপূর্ণ আলোচনা সেরে ফেলতে চাইছে এই জোটের সকল দল।

west bengal cm mamata banerjee says tmc will lead india alliance

এদিকে ইতিমধ্যেই কংগ্রেস জানিয়েছে, তাঁরা প্রধানমন্ত্রীর কুর্সিতে আসীন হতে চায় না। সেক্ষেত্রে যদি INDIA জোট সরকার গঠন করে তাহলে এই পদের দাবিদার কে হবেন? শরিক দলগুলির মধ্যে এই নিয়ে ‘দড়ি টানাটানি’ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এনসিপির শরদ পাওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও শারীরিক অবস্থার দরুন তিনি সরে আসতে পারেন। এদিকে আবগারি দুর্নীতি মামলায় জড়ানোর কেজরিওয়ালের রাজনৈতিক ভাবমূর্তি খানিক ক্ষুন্ন হয়েছে। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুন আবদুল্লা প্রবীণ নেতা হলেও তাঁর দলের আসন সংখ্যা নগন্য। প্রধানমন্ত্রীর পদের পাশাপাশি গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলির দাবিদার কারা হবে সেই বিষয়েও আগামী শনিবারের বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর