যোগীরাজ্যেও অথৈ জলে জোট! SP ছাড়লেন তিন দাপুটে নেতা, কংগ্রেসকে হুঁশিয়ারি অখিলেশের

বাংলা হান্ট ডেস্ক : ‘ইন্ডিয়া’ (INDIA Alliance) জোটের অন্দরমহলে যে সবকিছু ঠিক নেই সেকথা তো বেশ কয়েকদিন আগে থেকেই স্পষ্ট। আসন বণ্টন নিয়ে কংগ্রেসের গড়িমসি দেখে বেজায় ক্ষেপেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব‌ (Akhilesh Yadav)। স্পষ্টই জানিয়ে দিলেন, আসন বণ্টন না হলে রাহুল গান্ধির (Rahul Gandhi) ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় সামিল হবেনা সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব।

এর আগে সপা প্রধান অখিলেশ যাদব বলেছিলেন, ‘রায়বরেলিতেই রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় সামিল হবেন তিনি।’ তবে এবার তার গলায় উল্টো সুর। বেশ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যতক্ষণ পর্যন্ত কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাহুল গান্ধির কর্মসূচিতে যোগ দেবেন না তিনি। তার এই ঘোষণায় কংগ্রেস যে ফের একবার সমস্যায় পড়েছে সেকথা বলাই বাহুল্য।

তবে সমস্যা এখানেই শেষ নয়। সমাজবাদী পার্টির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য স্বামী প্রসাদ মৌর্য পদত্যাগ করে নতুন দল গঠন করবেন বলে জল্পনা। ইতিমধ্যেই তিনি নতুন দলের নাম ও পতাকা প্রকাশ্যে এনেছেন বলে খবর। আগামি ২২ ফেব্রুয়ারি দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে একটি সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

deputy chief minister brajesh pathak 12

সূত্রের খবর, স্বামী প্রসাদ মৌর্যের নয়া দলের নাম হতে পারে রাষ্ট্রীয় শোষিত সমাজ পার্টি। এর পতাকায় থাকবে নীল, লাল ও সবুজ রং। যদিও সপা তাকে দলে ফিরিয়ে আনার সমস্ত চেষ্টা জারি রেখেছে। ইতিমধ্যেই স্বামী প্রসাদ মৌর্যের বাড়িতে পৌঁছেছেন সিনিয়র এসপি নেতা রাম গোবিন্দ চৌধুরী। যদিও স্বামী প্রসাদ মৌর্য তার সিদ্ধান্তে অনড়।

আরও পড়ুন : ফের বড়সড় ধাক্কা খেল I.N.D.I.A! জোট ছেড়ে বিজেপিতে তিন দাপুটে নেতা, ঘুরে গেল খেলা

উল্লেখ্য, দিনকয়েক আগেই সপা থেকে ইস্তফা দিয়েছেন স্বামী প্রসাদ মৌর্য। কারণ হিসেবে জানিয়েছেন দলের অবহেলার কথা। অখিলেশ যাদবকে চিঠি লিখে তিনি লিখেছিলেন, ‘ডক্টর ভীমরাও আম্বেদকর এবং ডক্টর রাম মনোহর লোহিয়া সহ সামাজিক ন্যায়বিচারের পক্ষে মহান ব্যক্তিরা ৮৫ বনাম ১৫ স্লোগান দিয়েছিলেন। কিন্তু, সমাজবাদী পার্টি ক্রমাগত এই স্লোগানকে অকার্যকর করে চলেছে।’


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর