নো ‘কুস্তি’, অনলি দোস্তি! রাজ্যে রাজ্যে নিজেদের ‘ঝগড়া’ বন্ধ করতে যা সিদ্ধান্ত নিল INDIA জোট

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। সব ঠিক থাকলে আসন্ন লোকসভায় এনডিএ ভার্সাস ইন্ডিয়া। মোদী বিরোধী জোট শক্তিশালী করতে ইতিমধ্যেই দু-দুটি বৈঠক সেরে ফেলেছে ‘INDIA’। শুক্রবার তৃতীয় বৈঠকের মূল অধিবেশন। ওদিকে বিরোধী জোটের তৃতীয় বৈঠকের আগে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। যা নিয়ে খুশির হাওয়া সাধারণ মানুষের মনে।

এই পরিস্থিতিতে এবার ঝগড়া-বিবাদ ভুলে সর্বস্তরে বিরোধী জোটকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিল ২৮ দলের নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্র্যান্ড হায়াত হোটেলে নৈশভোজের প্রাথমিক আলোচনায় বিরোধী জোটের সিদ্ধান্ত এবার রাজ্য ভিত্তিক নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি ভুলে শুধুই বিজেপির বিরোধিতায় মেতে উঠতে হবে।

ইতিমধ্যেই নিজেদের শক্তি প্রদর্শন করেছেন বিরোধীরা। দলের সংখ্যা এখন ২৬ থেকে বেড়ে হয়েছে ২৮। আর নেতা সংখ্যা প্রায় প্রায় ৬৫। জানা গিয়েছে গতকালের মুম্বইয়ে বিরোধী দলগুলির ঘরোয়া আলোচনায় আসন্ন ৫ রাজ্যের বিধানসভা ভোট থেকেই একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া শুরু হবে বলেও একমত হয়েছেন জোটের নেতারা।

india alliance

বিজেপি জোট ভাঙার আপ্রাণ চেষ্টা চালালেও গতকাল দেখা গেল সকল দলের নেতারা হাজির সেই বৈঠকে। মুম্বইয়ে এদিন দেখা গেল সব দলের সব নেতা হাজির। ২৬ থেকে বেড়ে ২৮ দল। প্রায় ৬৫ জন নেতা। প্রথম দুবারের মতো এবারেও সশরীরে উপস্থিত মমতা বন্দ্যোপাধায়। (Mamata Banerjee) সঙ্গে হাজির তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

ওদিকে জানা গিয়েছে, বৃহস্পতিবার কংগ্রেসের পক্ষ থেকে মল্লিকার্জুন খাড়গের নাম ইন্ডিয়া জোটের আহ্বায়ক হিসেবে প্রস্তাব করা হয়। ২৮ দলই সেই নামে সিলমোহর দিয়েছে বলেও সূত্রের খবর। তবে এখনও জোট তরফে সেই নাম ঘোষণা করা হয়নি। জানা গিয়েছে শুক্রবার, দ্বিতীয় সাংবাদিক সম্মেলনে তার নাম ঘোষণা করা হবে।

শুক্রবার মূল বৈঠকের আগেই বৃহস্পতিবার মুম্বইয়ের ঘরোয়া বৈঠকে জোট নেতারা প্রায় দুই ঘণ্টা আলোচনা করেন। আপাতত আঞ্চলিক এবং রাজ্যস্তরে আলাদা আলাদা কমিটি গঠন করে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কর্মসূচিগুলি বাস্তবায়িত করার কাজ চলবে বলে সূত্রের খবর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর