১০০ ইঞ্জিনের গর্জনে ভয়ে কাঁপবে চিন! আমেরিকার সাথে বড় ডিল করলো ভারত

বাংলা হান্ট ডেস্ক : চারদিনের ঐতিহাসিক মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এই সফর নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। যার মধ্যে অন্যতম ভারতে জেট ইঞ্জিন তৈরির চুক্তি। এবারের সফরেই সেই সংক্রান্ত চুক্তির দিকে নজর ছিল সকলের। যা ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়ে গিয়েছে। যার ফলে কেবল জেট ইঞ্জিন তৈরি করাই নয়, শক্তিশালী ড্রোনও কিনছে নয়াদিল্লি (New Delhi)। আর তার ফলে ভারত ও আমেরিকা (America), দুই দেশের প্রতিরক্ষা-সম্পর্ক আরও মজবুত হল। এই ঘটনা চিন্তার ভাঁজ ফেলবে পাকিস্তান (Pakistan), চিনের (China) মতো দেশের কপালেও।

আমেরিকার বহুজাতিক কর্পোরেশন জেনারেল ইলেকট্রিক (GE) বৃহস্পতিবার (২২ জুন) ঘোষণা করে ভারতীয় বিমান বাহিনীর (IAF) জন্য ফাইটার জেট ইঞ্জিন তৈরি নিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-এর সঙ্গে তারা একটি চুক্তি স্বাক্ষর করেছে। গুরুত্বপূর্ণ জেট ইঞ্জিন প্রযুক্তি হস্তান্তর সহজতর করার জন্য যুগান্তকারী এই চুক্তি প্রত্যাশিতই ছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি রাষ্ট্রীয় সফরে রয়েছেন। ওয়াশিংটনের ক্যাপিটল হিলে মার্কিন কংগ্রেসের একটি যৌথ সভায় তাঁর ভাষণ দেওয়ার প্রস্তুতির মধ্যেই চুক্তির বিষয়টি সামনে এল।

modi biden jinping

বৃহস্পতিবার মোদি জেনারেল ইলেকট্রিক-এর চেয়ারম্যান এইচ লরেন্স কাল্পের সঙ্গে বৈঠক করেন। তার কিছু সময় পরেই এই চুক্তির কথা প্রকাশ্যে আনে সংস্থা। প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফে একটি টুইট করে জানানো হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাক্রমে জেনারেল ইলেকট্রিক সংস্থা ভারতের সঙ্গে যৌথ ভাবে প্রযুক্তিগত কাজ করতে সম্মত হয়েছে। জেনারেল ইলেকট্রিক-এর তরফেও একটি বিবৃতি দিয়ে এই চুক্তিকে একটি মাইলফলক বলে অভিহিত করা হয়েছে।

ভারতীয় বায়ুসেনা সম্প্রতি হালকা অথচ দ্রুতগামী যুদ্ধবিমান ব্যবহারে বিশেষ জোর দিচ্ছে। সেই সূত্রেই জেনারেল ইলেকট্রিক সংস্থার এফ৪১৪ ইঞ্জিনগুলি যৌথ ভাবে তৈরি করবে হ্যাল। জেনারেল ইলেকট্রিকের তরফে জানানো হয়েছে, জো বাইডেন প্রশাসনের মাধ্যমেই আপাতত প্রযুক্তিগত কৌশল এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ভারতে পাঠাবে তারা।

নিজেদের এফ৪১৪ ইঞ্জিন সম্পর্কে সংস্থাটি জানিয়েছে, অত্যাধুনিক এই ইঞ্জিন ভারত এবং আমেরিকা দু’দেশকেই যুদ্ধক্ষেত্রে কয়েক কদম এগিয়ে রাখবে। মোদীর আমেরিকা সফরের আগেই বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে, আমেরিকা এবং ভারত দুই দেশই প্রযুক্তিগত এবং সামরিক বোঝাপড়া আরও বৃদ্ধি করার চেষ্টা করবে।

ট্রাম্প প্রশাসনের আমলেই দুই দেশের সম্পর্কের নৈকট্য বাড়তে থাকে। এবার বাইডেনের আমলেও নয়া মাইলফলক গড়তে চাইছে নয়াদিল্লি। এর আগেই মোদির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল জেনারেল ইলেকট্রিকের চেয়ারম্যানের। আর এবার সংস্থার তরফে জানিয়ে দেওয়া হল হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেডের তাদের একটি চুক্তি হয়েছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর