বাংলাহান্ট ডেস্ক : এপ্রিল মাস থেকেই বড়সড় বদল আসতে চলেছে নেট দুনিয়ায়। একাধিক প্ল্যাটফর্মের ট্যাক্সের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে ভারত (India-America)। ফাইন্যান্স বিল ২০২৫ এ সংশোধন আনতে চলেছে ভারত সরকার। ১ লা এপ্রিল থেকেই ডিজিটাল বিজ্ঞাপন থেকে আয় করা বিভিন্ন গ্লোবাল কোম্পানি গুলি থেকে গুগল ট্যাক্স সরানো শুরু হবে। শুল্কের চাপ কমলে গুগল, মেটার মতো সংস্থাগুলি বড়সড় স্বস্তি মিলবে।
গুগল ট্যাক্স তুলে নিচ্ছে ভারত (India-America) সরকার
ফাইন্যান্স বিলে সবথেকে বড় সংশোধন যা হয়েছে তা হল, ৬ শতাংশ সমতা লেভি তুলে নেওয়া হয়েছে। এর ফলে সরাসরি লাভের খাতায় নাম লেখাবে বিভিন্ন সংস্থাগুলি। মূলত আমেরিকাকে (India-America) খুশি করতেই এই পথে হাঁটছে ভারত। কিন্তু এই সংশোধনীর গুরুত্ব কী, এতে কোম্পানিগুলির লাভই বা হবে কীভাবে, সবটা রইল এই প্রতিবেদনে।
কী এই ইকুয়ালাইজেশন লেভি: জানিয়ে রাখি, ইকুয়ালাইজেশন লেভি হল এক ধরণের ট্যাক্স। ২০১৬ সালে এই ট্যাক্স চালু করেছিল ভারত (India-America) সরকার। মূলত বিদেশি ডিজিটাল কোম্পানিগুলির উপরেই এই ট্যাক্স আরোপ করা হত, যা ভারতীয় ব্যবহারকারীদের বিজ্ঞাপন, অনলাইন শপিং এর মতো ডিজিটাল পরিষেবা অফার করত। ভারতীয় (India-America) কোম্পানিগুলির উপরে যেভাবে স্থানীয় স্তরে ট্যাক্স আরোপ করা হয়, সেভাবেই এই কোম্পানি গুলির উপরেও ট্যাক্স আরোপ করাই ছিল এই ইকুয়ালাইজেশন লেভির মূল উদ্দেশ্য।
আরো পড়ুন : দমবন্ধকর পরিস্থিতি বাংলাদেশে! ইউনূসের কাছ থেকে ক্ষমতা দখল করতে চলেছে সামরিক বাহিনী?
কী পরিবর্তন হবে: ৬ শতাংশ ইকুয়ালাইজেশন লেভির দৌলতে গুগল, মেটা, অ্যামাজন এর মতো বিদেশী কোম্পানিগুলি ভারতীয় (India-America) ব্যবহারকারীদের থেকে ডিজিটাল অ্যাডের মাধ্যমে আয় করতে পারত। সোজা কথায় বলতে গেলে, ভারতীয় কর ব্যবস্থার আওতায় এনে এ দেশে কোম্পানিগুলির ব্যবসার উপরে ট্যাক্স লাগানোর জন্যই এই লেভির ব্যবস্থা করা হয়েছিল। তবে এই সংশোধনীর পর এবার কোম্পানিগুলিকে ভারতে (India-America) তাদের ডিজিটাল পরিষেবা থেকে আয়ের উপরে কম ট্যাক্স দিতে হবে। এর ফলে আয়ের বেশি অংশ বিনিয়োগ বা অন্য খাতে ব্যবহার করা যাবে।
আরো পড়ুন : ইদ উপলক্ষ্যে বড় পদক্ষেপ মোদী সরকারের! দেশের ৩২ লক্ষ দরিদ্র মুসলিম পরিবারের জন্য বিশেষ উপহার
ট্যাক্স কম হওয়ায় কোম্পানিগুলি ভারতে প্রসার বাড়ানোর সুযোগ পাবে। পাশাপাশি পরিষেবার দামেও আনতে পারে রদবদল। আগে এই লেভির জন্য বিদেশী কোম্পানি গুলি লোকসানের মুখে পড়ত। তবে এখন কর কমানোয় ভারতীয় ডিজিটাল বাজালে বড় পরিবর্তন হতে পারে বলেই মনে করা হচ্ছে। এই কোম্পানিগুলির বিনিয়োগ বাড়বে বলেই আশা করা যাচ্ছে।