বাংলাহান্ট ডেস্ক: বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যুরো অফ সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স এর তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, ভারত সরকার জম্মু-কাশ্মীর সিদ্ধান্তের কথা তাদের আগে জানায়নি। মার্কিন সহকারী সচিব এলিস ওয়েলসের স্বাক্ষর রয়েছে সেই টুইটের নীচে।
টুইটে বলা হয়েছে, ‘ সংবাদ মাধ্যমে রিপোর্ট লেখা হলেও জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ করার আগে ভারত সরকার আমেরিকার সাথে কোন আলোচনা করেনি। ‘
যদিও আগে একটি বিজ্ঞপ্তিতে জানা গিয়েছিল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে এ বিষয়টি আগাম জানান।