বাংলাহান্ট ডেস্ক : মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসার পর পরই ভারত (India-America) সহ বিশ্বের একাধিক দেশের উপর অতিরিক্ত আমদানি শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। সে দেশের নয়া শুল্ক নীতি অনুযায়ী, আগামী ২ এপ্রিল থেকেই বিদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর সম পরিমাণ শুল্ক কার্যকর করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ভারত-আমেরিকার (India-America) সম্পর্ক ও ট্রাম্পের মন্তব্য
এই আবহেই মার্কিন পণ্যের উপর ভারতের (India-America) অতিরিক্ত শুল্ক চাপানো নিয়ে হতাশা প্রকাশ করার সাথে সাথেই, ট্রাম্পের গলায় শোনা গেল মোদির সুখ্যাতি। হোয়াইট হাউজে শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভালো বন্ধু’ বলে সম্বোধন করেন ট্রাম্প। এরই সাথে মার্কিন পণ্যের উপর ভারতের অতিরিক্ত শুল্ক চাপানোর বিষয়টিও উত্থাপিত করেন ট্রাম্প।
আরও পড়ুন : ভারতে কমতে চলেছে MRI-র খরচ! দেশেই তৈরি হল মেশিন, জানালেন স্বয়ং প্রধানমন্ত্রী
এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন চতুর ব্যক্তি এবং আমার ভালো বন্ধুও বটে। বেশ ইতিবাচক কথাবার্তা হয়েছে আমাদের মধ্যে। আমি আশা রাখছি ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক ভবিষ্যতে আরও অগ্রগতি পাবে। আমি বলতে চাই আপনারা একজন ভালো প্রধানমন্ত্রী পেয়েছেন।’
আরও পড়ুন : ৯ কোটি টাকার প্রতারণার অভিযোগ, চিটফান্ড কাণ্ডে অবশেষে নীরবতা ভাঙলেন শ্রেয়স nu
ট্রাম্পের কথায়, ‘ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো হলেও, উচ্চ শুল্ক চাপানোর তালিকায় ভারত অন্যতম। এই বিষয়টি খুবই নির্মম। আমি আশা করছি এই শুল্ক হার হ্রাস করবে ওরা। আমাদের উপর যে হারে শুল্ক লাগু করবে, আগামী ২ এপ্রিল থেকে আমরাও সেই হারে আমদানি শুল্ক প্রযোজ্য করব।’ গত ফেব্রুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন সফরে গিয়ে বৈঠক করেন সে দেশের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে।
মোদির সাথে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন পণ্যের উপর ভারতের অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়টিও উত্থাপন করেন ট্রাম্প। এরপরই ভারতসহ বিশ্বের একাধিক দেশের উপর আগামী ২ এপ্রিল থেকে সম পরিমাণ শুল্ক আরোপ করার ঘোষণা করে মার্কিন প্রশাসন। যদিও কিছুদিন আগে ট্রাম্প জানিয়েছিলেন, সম পরিমাণ শুল্ক নীতি এখনই চালু করা হবে না বেশ কিছু দেশের ক্ষেত্রে। সেই তালিকায় ভারতের নাম রয়েছে কিনা সেদিকেই তাকিয়ে দেশের শিল্প মহল।