ভয় দেখানো থেকে শুরু করে ২৪ ঘন্টার নজরদারি! ভারতীয়দের সাথে কানাডায় যা হচ্ছে…..চমকে উঠবেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে ভারত (India) ও কানাডার (Canada) দ্বিপাক্ষিক সম্পর্ক। এই আবহে কানাডা সরকারের বিরুদ্ধে উঠে এল বড় অভিযোগ। কানাডায় থাকা ভারতীয় দূতাবাসের কর্মীদের উপর নজরদারি ও ভয় দেখানোর মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে।

ভারত (India) ও কানাডার (Canada) বিরোধ চরমে

সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন কানাডা সরকারের বিরুদ্ধে। সাংবাদিক বৈঠক করে সতর্কও করেছেন ট্রুডো সরকারকে। কানাডায় (Canada) খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুন হন ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে। তারপর থেকেই ক্রমশ জটিল হতে থাকে ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক।

India Canada

সংসদে দাঁড়িয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ভারতের সক্রিয় যোগাযোগ রয়েছে নিজ্জরের খুনের পিছনে। তারপর থেকেই দুই দেশের মধ্যে শুরু হয় কূটনৈতিক জটিলতা। কানাডার (Canada) এক মন্ত্রী আবার সম্প্রতি দাবি করেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র যোগ রয়েছে কানাডায় খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের উপরে হামলার ঘটনায়।

আরোও পড়ুন : ফাঁকিবাজির দিন শেষ! উৎসবের আবহে এক পদক্ষেপে রাতের ঘুম উড়ল শিক্ষকদের!

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত শনিবার অবশ্য সাংবাদিক বৈঠকে এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। এমনকি সতর্ক করে তিনি বলেন যে এই ধরনের মন্তব্যের ফলে প্রভাব পড়তে পারে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে। বিদেশ মন্ত্রকের মুখপাত্রের কথায়,  “আমাদের দূতাবাসের কয়েকজন কর্মী সম্প্রতিই কানাডা সরকারের থেকে জানতে পেরেছেন যে তাদের উপরে ক্রমাগত নজরদারি করা হচ্ছে। এমনকী তাদের কথাবার্তাও শোনা হচ্ছে”।

কানাডা সরকারকে সতর্কতার সুরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরো বলেন, “কোনও যুক্তিতেই কানাডা সরকার এই সত্য অস্বীকার করতে পারে না যে এটা হেনস্থা ও ভয় দেখানো। আমাদের কূটনীতিক ও দূতাবাসের কর্মীরা এমনিই ভয়ঙ্কর পরিস্থিতিতে কাজ করছেন।”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X