চীনের দাদাগিরির বিরুদ্ধে এক হচ্ছে ভারত ও ফ্রান্স, নেওয়া হচ্ছে বড় পদক্ষেপ

বাংলাহান্ট ডেস্কঃ হিন্দ মহাসাগরে চীন (China) এখন তাঁদের আধিপত্য বিস্তার করতে চাইছে। বিশ্বের এই সংকটজনক পরিস্থিতিতে চীন চাইছে হিন্দ মহাসাগরে (Indian Ocean) তাঁদের আধিপত্য বিস্তার করতে। বর্তমানে চীনের এই অন্যায় চাহিদার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ভারত (India) এবং ফ্রান্স (France) একত্রিত হয়েছে। হিন্দ মহাসাগর এলাকায় চীনের নৌসেনাদের আধিপত্য বিস্তারের পথে এখন একত্রিত ভাবে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে ভারত এবং ফ্রান্সের নৌবাহিনিরা।

ship 2222

ভারত এবং ফ্রান্স এই দুই দেশের নৌসেনাদের জয়েন্ট পেট্রলোলিং আফ্রিকা মহাদ্বীপের রিইউনিয়িনদ্বীপে করা হচ্ছে। এই পেট্রলোলিং-এর সাথে ভারত বার্তা দিয়েছে যে হিন্দ মহাসাগের চীনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বন্ধু দেশগুলোর সাথে সম্পূর্ণ তৈরি। বর্তমানে ভারত এবং ফ্রান্সের নৌসেনাদের নজর সমগ্র আফ্রিকা অঞ্চল জুড়ে রয়েছে।

ভারতীয় নৌসেনারা প্রজেক্ট ’75 India’ অনুসারে ৬ টি নতুন জল পথে যুদ্ধ জাহাজ নির্মানের কাজ করছে। যার দরুণ ভারতীয় নৌসেনা বৈদেশিক ইঞ্জিনিয়ারদের সঙ্গে ৬ টি যুদ্ধ জাহাজ নির্মানের কাজ করবে। এই প্রসঙ্গে নৌসেনার প্রবক্তা চীনের ভূমিকা নিয়ে আতঙ্কের ইঙ্গিত দেন।

ভারত এই বিষয়ে অনেক আগে থেকেই ভাবনা শুরু করে দিয়েছে। সেইজন্য রণনীতির বিষয়ে নিজেদের আরও ভালোভাবে মজবুত করছে। প্রতিরক্ষা বিষয়ের সূত্র মারফত জানা যায়, ভারতের নৌসেনা ফ্রান্সের নৌসেনাদের সঙ্গে মিলিতভাবে গতমাসে রিইউনিয়িনদ্বীপে জয়েন্ট পেট্রলোলিং করেছিল। এই পেট্রলোলিং ভারতের PHI যুদ্ধ বিমানের মাধ্যমে প্রায় এক সপ্তাহ ধরে করা হয়েছিল। এতে ফ্রান্সের নৌসেনারাও যুক্ত ছিল।

ship

সূত্রের মারফত জানা যার ভারত এবং ফ্রান্স জলপথে যুদ্ধ করার জন্য একে অপরকে সর্বোতভাবে সাহায্য করছে। ভারতের সঙ্গে ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার দরুন তাঁরা চীনের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য একে অপরের পাশে দাঁড়িয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর