এবার ‘জাস্ট ফিনিস’ হয়ে যাবে শত্রুরা! নিশ্ছিদ্র সুরক্ষা সাগরে, এই দেশের সাথে হাত মেলাচ্ছে India

Published On:

বাংলাহান্ট: শত্রু মোকাবিলায় নিরাপত্তা নিশ্চিত করতে এবার যৌথ নৌ-মহড়া দিতে চলেছে ভারত (India) ও ফ্রান্স (France)। সামুদ্রিক নিরাপত্তা আরো জোরদার করার লক্ষ্যে ভারতীয় যুদ্ধজাহাজের সাথে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী জাহাজ এফএনএস চার্লস ডি গল-সহ একটি ফরাসী নৌবাহিনীর (French Navy) ‘ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’ অংশ নেবে ভারতে (India) আয়োজিত এই মহড়ায়।

ভারত (India) ও ফ্রান্সের (France) নয়া প্ল্যান

ফরাসী নৌবাহিনীর মিশন ক্লেমেনসো ২৫-এর অংশ হিসাবে ভারত মহাসাগরে (Indian Ocean) মোতায়েন করা হয়েছিল এই ‘ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’টিকে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশীয় স্বার্থ ও ইউরোপীয় একাধিক কর্মকাণ্ড অক্ষুন্ন রাখাই ছিল মূল লক্ষ্য। ফরাসি দূতাবাস শুক্রবার একটি বিবৃতিতে জানায়, এই এলাকার আঞ্চলিক অংশীদার ও মিত্র পক্ষের সাথে (বিশেষত ভারতের সাথে) ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ হিসাবে ফরাসী নৌবাহিনী যৌথ মহড়া ও প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছে।

আরোও পড়ুন : শৌচালয়েও নজর রাখতে হবে শিক্ষকদের! মাধ্যমিক নিয়ে কড়া নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের

বিবৃতিতে আরো বলা হয়, দ্বিপাক্ষিক মহড়ায় অংশ নিতে চলেছে ফরাসী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং ভারতীয় যুদ্ধজাহাজ ৪২তম বার্ষিক বরুণ। একটি বিমান বহর এবং একাধিক এসকর্ট বা পণ্যবাহী জাহাজ রয়েছে মহড়া গোষ্ঠীর অধীনে। ৪ জানুয়ারি থেকে শুরু হওয়া মহড়ায় অল্প সময়ের জন্য সেগুলি থামতে চলেছে গোয়া এবং কোচিতে। ভারতে মহড়া শেষ হলে ফরাসী নৌবহর অংশ নিতে যাবে ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগরের মহড়াগুলিতে।

India France

ফরাসি দূতাবাস জানাচ্ছে, ‘এই বিমান-নৌ-প্রশিক্ষণের উদ্দেশ্য হল, আমাদের দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক (সেনা প্রযুক্তি ও ব্যবস্থাপনার) ব্যবহার আরও বাড়ানো এবং একটি জোটের অংশ হিসাবে বহু মাইল এলাকাজুড়ে যেকোনও বিপদ (আকাশ পথে, জলপথে এবং সমুদ্রের গভীরে) মোকাবিলা করার জন্য নাবিকদের প্রস্তুত করা। ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশ হিসাবে, ফ্রান্স ও ভারত এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তায় নিজেদের অবদান অব্যাহত রাখতে নিয়মিত পরস্পরকে সহযোগিতা করে।’

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X