৯০ ঘন্টা কাজের নিদান! তোলপাড় সারা ভারতে! কোন দেশ সবচেয়ে কম সময় দেয় জানেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : লারসেন অ্য়ান্ড টুব্রোর চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যনের সপ্তাহে ৯০ ঘণ্টা কাজের নিদান বির্তক সৃষ্টি করেছে গোটা দেশ (India) জুড়ে। লারসেন অ্য়ান্ড টুব্রোর (Larsen and Toubro) চেয়ারম্যানের এহেন মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন দেশের প্রথম সারির শিল্পপতি থেকে বলিউড শিল্পী অনেকেই। এহেন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থার একটি পরিসংখ্যান।

ভারতে (India) কাজ করার হিসেব

সেখানে দেখা যাচ্ছে, সপ্তাহে গড়ে সর্বাধিক সময় কাজ করার নিরিখে প্রথম সারিতেই অবস্থান করছে ভারত (India)। পরিসংখ্যান বলছে, সপ্তাহে গড়ে ৪৬.৭ ঘণ্টা কাজ করে থাকেন ভারতীয় কর্মীরা। এই তালিকায় গড়ে সর্বাধিক সময় কাজ (Job) করার নিরিখে ভারত রয়েছে ১৩ তম স্থানে। অন্যদিকে, সপ্তাহে ৪৯ ঘণ্টা বা তারও বেশি সময় কাজ (Work) করেন ভারতের ৫১% কর্মচারী। সবথেকে দীর্ঘক্ষণ কাজ করার তালিকায় ভারতের স্থান দ্বিতীয়।

India and other countries work time

সপ্তাহে গড়ে সবথেকে বেশি সময় কাজ করার নিরিখে দেশের তালিকা

১. ভুটান (৫৪.৪ ঘণ্টা, ৬১ শতাংশ কর্মী সপ্তাহে ৪৯ ঘণ্টা বা তার অধিক সময় কাজ করেন ভুটানে)।

২. সংযুক্ত আরব আমিরশাহি (৫০.৯ ঘণ্টা, ৩৯ শতাংশ কর্মী সপ্তাহে ৪৯ ঘণ্টা বা তার অধিক সময় কাজ করে থাকেন)।

৩. লেসোথো (৫০.৪ ঘণ্টা, ৩৬ শতাংশ কর্মী ৪৯ ঘণ্টা বা তার অধিক সময় কাজ করে থাকেন )।

৪. কঙ্গো (৪৮.৬ ঘণ্টা, ৪৫ শতাংশ কর্মী ৪৯ ঘণ্টা বা তার অধিক সময় কাজ করেন )।

৫. কাতার (৪৮ ঘণ্টা, ২৯ শতাংশ কর্মী ৪৯ ঘণ্টা বা তার অধিক সময় কাজ করেন )।

আরোও পড়ুন : বৃষ্টি হতেই কমবে তাপমাত্রা? ফের জাঁকিয়ে শীত পড়বে বাংলায়? একনজরে আবহাওয়ার খবর

সপ্তাহে গড়ে সবথেকে কম সময় কাজ করার নিরিখে দেশের তালিকা:

১. ভানুয়াতু (২৪.৭ ঘণ্টা, ৪ শতাংশ কর্মী সপ্তাহে ৪৯ ঘণ্টা বা তার অধিক সময় কাজ করেন)।

২. কিরিবাটি (২৭.৩ ঘণ্টা, ১০ শতাংশ কর্মী সপ্তাহে ৪৯ ঘণ্টা বা তার অধিক সময় কাজ করে থাকেন)।

৩. মাইক্রোনেশিয়া (৩০.৪ ঘণ্টা, ২ শতাংশ কর্মী সপ্তাহে ৪৯ ঘণ্টা বা তার অধিক সময় কাজ করে থাকেন)।

৪. রোয়ান্ডা (৩০.৪ ঘণ্টা, ১২ শতাংশ কর্মী ৪৯ ঘণ্টা বা তার অধিক সময় কাজ করে থাকেন সপ্তাহে)।

৫. সোমালিয়া (৩১.৪ ঘণ্টা, ১০ শতাংশ কর্মী সপ্তাহে ৪৯ ঘণ্টা বা তার অধিক সময় কাজ করে থাকেন)।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X