বাংলা হান্ট ডেস্কঃ দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে প্রায় এক দশক হয়ে গেল কোন দ্বিপাক্ষিক সিরিজ মুখোমুখি হয়নি ভারত এবং পাকিস্তান। তাই ভারত- পাকিস্তান খেলা দেখার জন্য ক্রিকেটপ্রেমীদের একমাত্র ভরসা আইসিসির কোন টুর্নামেন্টে। এবার সেই আশা পুরণ হতে চলেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে রাখা হল ভারত এবং পাকিস্তানকে।
আইসিসির তরফ থেকে শুক্রবার তালিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া কোন দল কোন গ্রুপে থাকতে চলেছে। সুপার 12 তে ওঠার আগে আটটি দলকে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে হবে। সেই আটটি দলের মধ্যে দুটি গ্রুপ থেকে দুটি করে দল খেলার সুযোগ পাবে সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে। এই দুটি দলে রাখা হয়েছে গ্রুপ-এ- শ্রীলংকার, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও নামিবিয়া।
গ্রুপ-বি- বাংলাদেশ, স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি।
এই দুটি গ্রুপ থেকে গ্রুপ শীর্ষে থাকা দুটি করে দল সরাসরি চলে যাবে সুপার 12 তে।
সুপার 12-তে ইতিমধ্যেই আটটি দল উঠে গিয়েছে।
গ্রুপ এ-তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ বি-তে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান।
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে। তবে বিশ্বকাপ আয়োজন করবে বিসিসিআই।