OMG! ভারতের ৫০০ টাকা এই দেশে গেলেই হয়ে যাবে প্রায় ১.৫ লাখ! সস্তায় বিদেশ ভ্রমণ করবেন নাকি?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সাম্প্রতিক অতীতে ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দামের পতন চিন্তা ধরিয়েছে আম আদমি থেকে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মনে। গত কয়েক বছরে আমেরিকান ডলারের নিরিখে বেশ খানিকটা পতন হয়েছে ভারতীয় মুদ্রার। ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার পতনের ফলে বেশ খানিকটা কমেছে দেশের (Country) বিদেশী মুদ্রার ভান্ডার।

India and this country currency details

তবে বিশ্বে এমন কিছু দেশ (Country) রয়েছে যেখানে ভারতীয় মুদ্রার মূল্য সেই দেশের মুদ্রার থেকে বেশ খানিকটা বেশি। আজকাল ১ টাকায় এক পিস চকলেটও পাওয়া যায় না। তবে বিশ্বের এই দেশগুলিতে ভারতের ১ টাকার মূল্য কিন্তু অনেক। কয়েকশো টাকা এই দেশে (Country) নিয়ে গেলে রীতিমতো লাখপতিও হয়ে যেতে পারেন ভারতীয় নাগরিকরা।

চলুন আজ দেখে নেব সেই দেশগুলি (Country):

• ভিয়েতনাম : পর্যটনের দিক থেকে ভিয়েতনাম পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। ভারতীয় এক টাকা ভিয়েতনামে  ২৯০ ভিয়েতনামী ডং বা ভিয়েতনামী মুদ্রার সমান।

• কম্বোডিয়া : ভারতীয় এক টাকার বিনিময়ে কম্বোডিয়ায় মেলে ৫০ কম্বোডিয়ান রিয়েল।

আরোও পড়ুন : বিধাননগর পুরসভাকে চরম ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! এল বিরাট নির্দেশ, কোন মামলায়?

• ইন্দোনেশিয়া : ভারত (India) তথা এশিয়ার পর্যটকদের কাছে অন্যতম পছন্দের একটি ডেস্টিনেশন ইন্দোনেশিয়া। এই দেশে ভারতীয় মুদ্রার দাম কিন্তু বেশ খানিকটা বেশি। ভারতের এক টাকার বিনিময়ে ইন্দোনেশিয়ায় মেলে ১৯৩.৪৩ রুপিয়া।

• উজবেকিস্তান : ভারতের এক টাকা উজবেকিস্তানে ১৪৪.১৬ উজবেকিস্তানি মুদ্রা বা সোমের সমান।

India and this country currency details

• নেপাল : ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপালে ভারতের এক টাকা ১.৬১ টাকার সমান।

• শ্রীলঙ্কা : ভারতের এক টাকার বিনিময়ে শ্রীলঙ্কায় মেলে ৩.৯৮ টাকা।

• হাঙ্গেরি : পর্যটন মানচিত্রে হাঙ্গেরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। এই দেশটিতে ভারতের এক টাকা ৪.১৬ ফোরিন্ট-এর সমান।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X