ভারতের ২০০ টাকা এই স্থানে ১ লাখের সমান! ৬০০০ বছরের প্রাচীন সভ্যতায় মোড়া দেশটিতে যাবেন নাকি?

বাংলাহান্ট ডেস্ক : আমাদের অনেকেরই স্বপ্ন থাকে জীবনে একবার না একবার বিদেশ ভ্রমণে যাওয়ার। তবে বিদেশ ভ্রমণের কথা মাথায় আসলেই তার খরচ নিয়ে শুরু হয়ে যায় দ্বিধাদ্বন্দ্ব। তবে পৃথিবীর এমন বেশ কিছু দেশ রয়েছে যেখানকার মুদ্রা ভারতের (India) মুদ্রার তুলনায় অনেকটাই সস্তা। তাই সেই সব দেশে ভারতীয় পর্যটকরা গেলে লাভবান হতে পারেন সে কথা বলাই যায়।

ভারতের (India) মুদ্রার দরবৃদ্ধি এই দেশে

আজ আমরা আপনাদের এমন এক দেশের সম্পর্কে জানাতে চলেছি যার সুপ্রাচীন ইতিহাস আমাদের সকলের কাছে খুবই পরিচিত। তবে সব থেকে আশ্চর্যের কথা, এই দেশে ভারতের (India) ২০০ টাকা প্রায় এক লক্ষ টাকার সমান। সুপ্রাচীন সভ্যতায় ঘেরা এই দেশটির প্রাচীন নাম পারস্য। বর্তমানে গোটা পৃথিবী দেশটিকে চেনে ইরান (Iran) নামে।

আরোও পড়ুন : মেগা বৈঠকে এক মঞ্চে মমতা-অভিষেক! কি ঘটতে চলেছে আগামিকাল?

ইরানের সভ্যতা সুপ্রাচীন। বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে গেলেও, একটা সময়ে পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এই ইরান। ইরানের প্রাচীন ঐতিহাসিক নিদর্শন যুগ যুগ ধরে আকর্ষণ করে এসেছে ইতিহাসপ্রেমীদের। ভারতের (Indian Currency) মুদ্রার তুলনায় ইরানের মুদ্রা (Iranian Rial) অনেকটাই দুর্বল।

আরোও পড়ুন : আরজি কর কাণ্ডে বড় খবর! নির্যাতিতার মা-বাবা এবার যা করতে চলেছেন… ঘুরে যাবে মামলার মোড়?

একাধিক সূত্র মারফত জানা যাচ্ছে, বর্তমানে ভারতের এক টাকা ইরানের ৪৮৩.২৩ রিয়ালের সমান। বলে রাখা ভালো, ইরানের মুদ্রা পরিচিত রিয়াল নামে। যুগ যুগ ধরেই ভারতের সাথে সুসম্পর্ক রয়েছে ইরানের। বাণিজ্য ক্ষেত্র সহ একাধিক বিষয়ে বারবার ভারতের বন্ধু রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা রেখেছে এই দেশটি। বর্তমানে ভারতের ২০৭ টাকা ইরানে ১ লক্ষ রিয়ালের সমান। 

India and this country currency.

হিসাব অনুযায়ী, ২০৭ টাকা নিয়ে যদি আপনি ইরানে যান সেখানে সহজেই হয়ে যেতে পারবেন লাখপতি।এমনকি গত বছর থেকে ভারতীয়দের জন্য ইরান প্রশাসন চালু করেছে ভিসা ফ্রি এন্ট্রি। ভারতীয়দের এই দেশে যেতে হলে আলাদা করে প্রয়োজন হবে না ভিসার। মূলত যে ভারতীয়রা পর্যটনের জন্য ইরান ভ্রমণে যেতে চাইছেন তারাই পাবেন এই সুবিধা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর