এক্কেবারে ব্রহ্মাস্ত্র! মার্কিন মুলুক থেকে এবার আসছে শত্রুদের “যম”, ভারতের শক্তি নিয়ে আর নেই চিন্তা

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সাথে বৈঠকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দুই দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বাণিজ্য নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ভারতের হাতে F 35 যুদ্ধবিমান তুলে দিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টাই করছে আমেরিকা।

ভারত (India) ও আমেরিকার নয়া প্ল্যানিং

F 35 যুদ্ধ বিমানের পাশাপাশি জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র-সহ একাধিক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ভারতকে (India) বিক্রি করার প্রতিশ্রুতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। ভারতের আকাশ ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলতে বেশ কিছুদিন ধরেই আমেরিকার থেকে F 35 যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছিল ভারত।

আরোও পড়ুন : নিয়োগ মামলায় CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য! নাম এল ভারতী ঘোষ, দিব্যেন্দু অধিকারীদের

দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতির চেয়ারে বসার পর গত জানুয়ারি মাসে ট্রাম্প (Donald Trump) ভারতের সেই আশা পূরণ করার ইঙ্গিতও দেন। তাই স্বাভাবিকভাবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরে F 35 যুদ্ধবিমান নিয়ে তৈরি হয়েছিল উন্মাদনা। মোদি ও ট্রাম্পের বৈঠকে F 35 বিমান নিয়ে এবার শোনা গেল ইতিবাচক বার্তা।

আরোও পড়ুন : ডাক্তারি ছেড়ে “টার্গেট” করেন UPSC, প্রথম প্রচেষ্টাতেই হন IPS, চমকে দেবে নভজ্যোতের সাফল্যের কাহিনি

ভারতকে F 35 যুদ্ধবিমান আমেরিকা (United States of America) বিক্রি করে কিনা সেই দিকে নজর ছিল চিন, রাশিয়া এবং পাকিস্তানেরও। পঞ্চম প্রজন্মের এফ ৩৫ স্টেল্‌থ যুদ্ধবিমান ভারতের হাতে এলে প্রতিরক্ষা ক্ষেত্র যে নতুন উচ্চতায় যেতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, F 35 বিশ্বের আধুনিক যুদ্ধ বিমানগুলির অন্যতম সেরা একটি।

একাধিক আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে তৈরি করা হয়েছে বহুক্ষমতাসম্পন্ন উন্নত F 35। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে লক্ষ্যবস্তুকে নিশানা করে আঘাত হানতে এই যুদ্ধবিমানের জুড়ি নেই। এমনকি এই যুদ্ধবিমান ধরা পড়ে না রাডারেও। শত্রুপক্ষের আকাশ সীমায় ঢুকে অনায়াসে তথ্য সংগ্রহ করে নিয়ে চলে আসতে পারে F 35।

India and United States of America new deal

F 35A, F 35B এবং F 35C, এই তিনটি ভ্যারিয়েন্ট উপলব্ধ F 35 যুদ্ধবিমানে। সূত্রের খবর, একটি F 35A বিমানের মূল্য প্রায় ৮ কোটি মার্কিন ডলার। F 35B যুদ্ধবিমানের দাম সাড়ে ১১ কোটি মার্কিন ডলার। পাশাপাশি, F 35C বিমান কিনতে হলে খরচ হতে পারে ১১ কোটি মার্কিন ডলার। একটি F 35 বিমানের আকাশে ওড়ার খরচ ঘণ্টায় প্রায় ৩৬ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় ৩১ লক্ষ ২৫ হাজার ৪৫৫ টাকা)।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর