এবার ভারতেই হবে মার্কিন হাতিয়ারের নির্মাণ! পেন্টাগনের কর্তার বয়ানে ঘুম উড়ল চীনের

   

বাংলা হান্ট ডেস্ক: গত কয়েক বছর ধরে ভারত (India) এবং আমেরিকার (America) মধ্যে বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক দৃঢ় হচ্ছে। স্বাধীন ইন্দো-প্যাসিফিক এবং চীনের (China) হুমকির বিরুদ্ধে দুই দেশই বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রেখেছে। এবার জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে ভারত এবং আমেরিকা শীঘ্রই সামরিক ব্যবস্থা (Military System) তৈরিতে সহযোগিতা করতে পারে। ভারতেই তৈরি হবে আমেরিকার হাতিয়ারের নির্মাণ। মর্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের এক কর্মকর্তা এই দাবি করেছেন।

পেন্টাগনের (Pentagon) প্রতিরক্ষা সচিবের দফতরে দক্ষিণ এশিয়া নীতির পরিচালক সিদ্ধান্ত আইয়ায় সম্প্রতি হাডসন ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানে এমনটাই দাবি করেন। ভারত ও আমেরিকা সামরিক ব্যবস্থা তৈরিতে একত্রিত হলে ভারতের প্রতিরক্ষা শিল্পে উচ্চ প্রযুক্তির অস্ত্র তৈরি সুযোগ হতে পারে। শুধু তাই নয়, দুই দেশের মধ্যে সহযোগিতার মাধ্যমে ভারতে আমেরিকান অস্ত্র তৈরির পথ পরিষ্কার হতে পারে।

আইয়ার বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে যুদ্ধে ব্যবহার করার জন্য স্থলভিত্তিক প্রচলিত অস্ত্র তৈরি করতে ভারত সরকারের (Government of India) সঙ্গে আলোচনা করছে। এছাড়া গোয়েন্দা তথ্য ও নজরদারিতে ব্যবহৃত সামরিক ব্যবস্থার ব্যবহার নিয়েও উভয় দেশ একে অপরের সঙ্গে আলোচনা করে চলেছে। পারস্পরিক প্রতিরক্ষা ক্রয় চুক্তি চূড়ান্ত করার জন্য আমেরিকার পক্ষ থেকেও আলোচনা চলছে।’

modi biden2

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই ভারত-আমেরিকার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। একাধিক ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করে চলেছে। সম্প্রতি জি-২০ বৈঠকে যোগ দিতে দিল্লি এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বাইডেনের। এবার যদি সামরিক ক্ষেত্রে এই দুই দেশ হাত মেলায় তাহলে চিন্তার ভাঁজ পড়বে চীনের।

Avatar
Monojit

সম্পর্কিত খবর