সেঞ্চুরি করেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন গোটা বিশ্বে পরিচিত ভারতীয় ক্রিকেটার! নামলো শোকের ছায়া

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারত তথা বিশ্ব ক্রিকেটে নামলো শোকের ছায়া। পৃথিবীর মায়া কাটিয়ে পরলোক গমন করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রুস্তম কুপার (Rustom Cooper)। ১০০ বছর ২২৯ দিন বয়সে মারা গেলেন। মৃত্যুর আগের মুহূর্তে তিনিই ছিলেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত প্রথম-শ্রেণীর ক্রিকেটার।

১৯২২ সালের ১৪ই ডিসেম্বর বোম্বের মাটিতে জন্মগ্রহণ করেন কুপার। গত ডিসেম্বরে ১০০ বছর বয়স সম্পূর্ণ হয় তার। তবে তিনি দীর্ঘদিন ভারতের হয়ে ঘরোয়া ক্রিকেট খেললেও বর্তমান প্রজন্মের অনেকেই যে তার নাম শুনেছিল এমনটা বললে মিথ্যা কথা বলা হবে। কারণ খেলার জগতে এমন কোন বিশেষ কীর্তি তার ছিল না যে আলাদা করে তাকে মনে রাখা যায়।

rustom

তিনি ১৯৪১ থেকে ১৯৫১ সালের মধ্যে ২২ টি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলেছিলেন। সেই সময় ৫২.৩৯ গড়ে তিনি ১২০৫ রান করেছিলেন। জানা গিয়েছে যে তিনি ৩১শে জুলাই মুম্বাইতে নিজের বাড়িতে ঘুমের মধ্যেই মারা গিয়েছেন।

১৯৪৪-৪৫ মরশুমে রঞ্জি ট্রফির ফাইনাল ছিল তার কেরিয়ারের সেরা সময়। ওই ফাইনাল ম্যাচে কুপার ব্যাট হাতে মুম্বাইয়ের হয়ে প্রতিপক্ষ হোলকারের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করেছিলেন। সেই ফাইনালে বোম্বের ৩৭৪ রানের জয়ে প্রথম ইনিংসে ৫২ এবং দ্বিতীয় ইনিংসে ১০৪ রান করেছিলেন তিনি। বোম্বে ছাড়াও, কুপার ইংল্যান্ডে পার্সি এবং মিডলসেক্সের হয়েও প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলেছেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর