কেন বাঙালি বিপ্লবীদের মূর্তি বসানো হবে না আন্দামানের সেলুলার জেলে? কারণ জানাল কেন্দ্র

বাংলাহান্ট ডেস্ক : ভারতের (India) স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আন্দামান সেলুলার জেলের (Andaman Cellular Jail) নাম লেখা রয়েছে স্বর্ণাক্ষরে। সেলুলার জেলে স্বাধীনতা আন্দোলনকারীদের উপর ইংরেজ বাহিনীর অকথ্য অত্যাচারের কাহিনি অজানা নয় কারোর। জানা যায়, আন্দামান সেলুলার জেলে বন্দি মোট ৫৮৫ জন স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে ৩৯৮ জনই ছিলেন বঙ্গ সন্তান। তবে সেলুলার জেলে বাঙালি বিপ্লবীদের মূর্তি বসানোর কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের।

আন্দামান সেলুলার জেলে বসবে না ভারতের (India) বাঙালি বিপ্লবীদের মূর্তি

সংসদে সম্প্রতি এমনটাই জানাল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। ব্রিটিশ লেখকদের একাধিক লেখা থেকে জানা যায় সেলুলার জেলে বন্দি ভারতের (India) স্বাধীনতা সংগ্রামীদের উপর নৃশংস অত্যাচারের কাহিনী। বাঙালি বিপ্লবী উল্লাস কর দত্তের উপর অকথ্য অত্যাচারের কাহিনী আজও স্তম্ভিত করে আমাদের। একমাত্র বাঙালি বিপ্লবী বারীন ঘোষ ইংরেজ পুলিশের চোখে ধুলো দিয়ে কুখ্যাত সেলুলার জেল ভেঙে পালাতে সক্ষম হয়েছিলেন। শত ইতিহাসের সাক্ষী সেলুলার জেলে বারীন ঘোষ, উল্লাস কর দত্তের মতো বীর বাঙালি বিপ্লবীদের মূর্তি বসানোর পরিকল্পনা নেই বলেই এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিল কেন্দ্র।

আরও পড়ুন : ‘এই মৃত্যুর ঘটনা ওনাকে তাড়া করবে’! অক্সফোর্ডে প্রশ্নের মুখে মমতা! মুখ খুললেন তিলোত্তমার মা-বাবা

তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Bandopadhyay) গত ১৩ ফেব্রুয়ারি সংসদে প্রশ্ন করেন, অবিভক্ত বাংলার কত জন বিপ্লবী বন্দি ছিলেন আন্দামান সেলুলার জেলে? কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে উত্তরে জানানো হয়, সেলুলার জেলে মোট ৫৮৫ জন বন্দি বিপ্লবীর মধ্যে ছিলেন ৩৯৮ জন অবিভক্ত বাংলার বিপ্লবী (Revolutionary)। ঋতব্রত ১৩ মার্চ ফের প্রশ্ন করেন, ন্যাশনাল জাতীয় সৌধ হিসেবে সেলুলার জেলকে গণ্য করা হয় কি না?

আরও পড়ুন : গণধর্ষণ করা হয়নি! আরজি কর মামলায় হাইকোর্টে জানাল CBI! বড় নির্দেশ বিচারপতির

সাংসদের প্রশ্নের জবাবে কেন্দ্র বলে, এখনও ন্যাশনাল মনুমেন্টসের তকমা পায়নি সেলুলার জেল। ঐতিহাসিক এই জেল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতায় আসে না। তৃণমূল সাংসদ গত ২৭ তারিখ ফের জানতে চান, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক দুই বাঙালি বিপ্লবী উল্লাস কর দত্ত এবং বারীন ঘোষের আবক্ষ মূর্তি বসানোর কোনও পরিকল্পনা করছে কি না? ঋতব্রতর প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক সাফ কথায় জানায়, সরকারের এই ধরনের কোনও পরিকল্পনা আপাতত নেই।

India Andaman Cellular Jail No statue Bengali revolutionary.

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের এই জবাবকে হাতিয়ার করেই বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অভিযোগের সুরে ঋতব্রত বলেন, সবদিক থেকে বাঙালিকে বঞ্চিত করার চেষ্টা চলছে। একদিকে রয়েছে কেন্দ্রীয় প্রকল্প নিয়ে বিমাতৃসুলভ আচরণ, অন্যদিকে রয়েছে দেশের স্বাধীনতা ইতিহাসে বাঙালি বিপ্লবীদের গৌরবোজ্জ্বল ভূমিকাকে অস্বীকার করা। আন্দামান সেলুলার জেল যার সাম্প্রতিক উদাহরণ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর