বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশে ইউনূস সরকারের আমলে সংখ্যালঘুদের উপর লাগাতার হামলার ঘটনা এবং সম্প্রতি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় ভারতেও (India) তুঙ্গে উঠেছে বিক্ষোভের আগুন। এদিন চিন্ময় কৃষ্ণের গ্রেফতারির প্রতিবাদে ত্রিপুরার আগরতলায় প্রতিবাদ মিছিল বেরোয়। ক্ষুব্ধ জনতা ঢুকে পড়ে বাংলাদেশের সহকারী হাইকমিশনের চত্বরে। নিরাপত্তা লঙ্ঘনের এই ঘটনায় এবার ক্ষমা প্রার্থনা করল নয়াদিল্লি (India)।
নিরাপত্তা লঙ্ঘনে বিবৃতি প্রকাশ ভারতের (India)
নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় গভীর অনুতাপ প্রকাশ করে একটি বিবৃতি প্রকাশ করেছে নয়াদিল্লি (India)। সেখানে লেখা হয়েছে, ‘আগরতলায় বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের চত্বরে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। কোনো পরিস্থিতিতেই কূটনৈতিক এবং রাষ্ট্র প্রতিনিধি সংক্রান্ত জায়গাকে নিশানা করা উচিত নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং দেশে তাদের ডেপুটি/অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনগুলিতে নিরাপত্তা বাড়ানোর বিষয়ে পদক্ষেপ নিচ্ছে সরকার’।
নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ঢুকে পড়ে ক্ষুব্ধ জনতা: ঢুকে পড়ে জানা গিয়েছে, আগরতলায় বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিসের কাছে যে প্রতিবাদ মিছিল বেরিয়েছিল তার নেতৃত্বে ছিল বিশ্ব হিন্দু পরিষদের শাখা হিন্দু সংঘর্ষ সমিতি। এ বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরার সেক্রেটারি শঙ্কর রায় সংবাদ মাধ্যমকে বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দু মন্দির এবং বাড়িগুলিতে হামলার ঘটনা ঘটছে।
আরো পড়ুন: ফের বাড়বে শক্তি! ভারতের নৌসেনায় জুড়বে আরও ২৬টি রাফাল, এই দেশের সাথে চূড়ান্ত হতে চলেছে চুক্তি
চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে: চিন্ময় কৃষ্ণের গ্রেফতারির ঘটনার প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, মিথ্যে অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং হিন্দুদের উপরে হামলার ঘটনার বিষয়টা নিয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিদেশ মন্ত্রকের (India) অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা উচিত। আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার আরিফ মহম্মদকেও এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরো পড়ুন: বাংলাদেশে আর শোনা যাবে না ‘জয় বাংলা’ স্লোগান! হাসিনাকে নিশ্চিহ্ন করতে উঠেপড়ে লাগল ইউনূস সরকার
প্রসঙ্গত, বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করার অভিযোগ তুলে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে ইউনূস সরকার। এমনকি তাঁকে ওষুধ দিতে গিয়েও গ্রেফতার হয়েছেন তাঁর আরো দুই ভক্ত। এ নিয়ে কার্যত সারা বিশ্বের কাছে মুখ পুড়ছে ইউনূস সরকারের। তবুও ইসকন বিতর্কে অনড় নতুন বাংলাদেশ সরকার।