আজ মুম্বাইয়ের সিরিজ নির্ণায়ক ম্যাচে জিততে মরিয়া ভারত।

প্রথম ম্যাচে অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে ভর করে 208 রানের বড় টার্গেট চেস করে ওয়েস্ট ইন্ডিজ কে পরাস্ত করেছিল ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ভাবে কামব্যাক করে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের 171 রানের টার্গেট চেস করে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। আর তাই আজকের ম্যাচ অর্থাৎ সিরিজের তৃতীয় তথা শেষ টিটোয়েন্টি ম্যাচ দুই দলের কাছে ডু অর ডাই ম্যাচ। কারণ সিরিজের প্রথম দুটি ম্যাচের ফলাফল 1-1 হওয়ায় শেষ ম্যাচেটি হতে চলেছে সিরিজ নির্ণায়ক ম্যাচ।

আজকের ম্যাচ মুম্বাইয়ের ওয়াংয়খেড় স্টেডিয়ামে। এই ওয়াংয়খেড় স্টেডিয়ামেই 2016 সালে ভারতকে পরাস্ত করে টিটোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ। তাই এই ম্যাচ একদিকে যেমন সিরিজ নির্ণায়ক হতে চলেছে তেমনি ভারতের কাছে বদলা নেওয়ার সুযোগ রয়েছে।

6m0vr3p8 india west indies

তবে এই ম্যাচে ভারতের চিন্তার কারণ সহ অধিনায়ক রোহিত শর্মার অফ ফর্ম। এছাড়াও এই সিরিজে সেই ভাবে প্রভাব ফেলতে পারে নি ভারতের বোলাররা। এছাড়াও দুর্বল ফিল্ডিং ভারতের অন্যতম উইক পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে এই সিরিজে। অন্যদিকে তরুণ অলরাউন্ডার শিবম দুবের ভালো পারফরম্যান্স কিছুটা স্বস্তিতে রাখছে অধিনায়ক বিরাট কোহলি কে। এখন এটাই দেখার ভারত কি পুরোনো হিসাবের বদলা নিয়ে এই ম্যাচ জিতে সিরিজ জিততে পারে নাকি ফের একবার বাজিমাত করে ওয়েস্ট ইন্ডিজ।


Udayan Biswas

সম্পর্কিত খবর