ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার আগেই সুখবর, দলের বাইরে থাকবেন ভারতের সবথেকে বড় কাঁটা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচটি আজ, ১৯ জানুয়ারি শুরু হবে। ভারতীয় সময় দুপুর ২টা থেকে শুরু হবে এই ম্যাচ। ওয়ান ডে সিরিজ শুরুর আগেই ভারতীয় দলের জন্য এসেছে একটি বড় সুখবর। সেই খবর শোনার পর একদিনের সিরিজ শুরুর আগেই ভারত মানসিকভাবে বেশ কিছুটা এগিয়ে যাবে। কারণ ভারতীয় ব্যাটিংয়ের সবচেয়ে বড় বিপদ যিনি হতে পারতেন তিনি এই ওয়ান ডে সিরিজে খেলছেন না।

হ্যাঁ, ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে মাঠে নামতে পারবেন না দক্ষিণ আফ্রিকার এইমুহূর্তের সেরা ফাস্ট বোলার কাগিসো রাবাদা। ঠাসা সূচির কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। কাগিসো রাবাদার সিরিজে না খেলা ভারতের জন্য সুবিধা হতে পারে।

rabada.jpg

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা একটি বিবৃতিতে বলেছে, ‘পেস বোলার কাগিসো রাবাদাকে ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি তরতাজা হয়ে দলে ফিরবেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এটাও জানিয়েছে যে কাগিসো রাবাদার জায়গায় কাউকে কোনও বিকল্প পেসার নেওয়া হয়নি। তবে জর্জ লিন্ডেকে অতিরিক্ত স্পিন বোলিং বিকল্প হিসাবে দলের অন্তর্ভুক্ত করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: তেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জুবায়ের হামজা, মার্কো জেন্সন, মালান, সিসান্ডা মাগালা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পার্নেল, অ্যান্ডিলে ফ্যালহুকওয়ে, ডোয়াইন প্রিটোরিয়াস, জর্জ লিন্ডে, তাবারেজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর