৪০ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি, নাসার মিশনে মহাকাশে পাড়ি দিচ্ছেন ভারতীয় শুভাংশু শুক্লা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ চার দশক পরে ভারতের (India) মহাকাশ গবেষণার ক্ষেত্রে ফের এক ঐতিহাসিক মুহূর্ত আসতে চলেছে। Axiom Mission 4 এর অধীনে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন ভারতীয় (India) বায়ুসেনা আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। চারটি দেশ থেকে চারজন মহাকাশচারী যুক্ত হবেন এই মিশনে। শুভাংশুই প্রথম ভারতীয় মহাকাশচারী হতে চলেছেন এই মিশনের ক্ষেত্রে। আগামী মে মাসে লঞ্চ করা হবে এই মিশন।

আবারো মহাকাশে পাড়ি দিতে চলেছেন ভারতীয় (India) মহাকাশচারী

ভারত (India) সহ আমেরিকা, পোল্যান্ড এবং হাঙ্গেরি থেকে একজন করে মহাকাশচারী যোগ দেবেন Ax-4 মিশনে। জানা গিয়েছে, মিশনে পাইলটের ভূমিকায় থাকবেন ভারতের শুভাংশু। পোল্যান্ড থেকে স্লাভোজ উজানাস্কি এবং হাঙ্গেরির টিবোর কাপু যোগ দেবেন মিশন বিশেষজ্ঞ হিসেবে। মিশনের কমান্ডারের ভূমিকায় থাকছেন মার্কিন মহাকাশচারী পেগি হুইটসন। চারজন নভশ্চর ১৪ দিন পর্যন্ত মহাকাশে থেকে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষায় অংশ নেবেন।

India astronaut subhanshu shukla to be a part of nasa mission

কবে হবে মিশন লঞ্চ: কিছুদিন আগেই ড্রাগন ক্যাপসুলে চেপে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। এবার ফের স্পেসএক্স এর ড্রাগন ক্যাপসুলে চেপেই ISS এর উদ্দেশ্যে রওনা দেবেন Ax-4 মিশনের চাল মহাকাশচারী। ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে হবে উৎক্ষেপণ। এখনো পর্যন্ত জানা গিয়েছে, মে মাসে লঞ্চ হতে চলেছে এই মিশন। তবে নাসা এবং স্পেসএক্স এর চূড়ান্ত অনুমোদনের পরেই ঘোষণা করা হবে তারিখ।

আরো পড়ুন : ‘শুল্ক যুদ্ধ’এর ঘোষণা, আমেরিকার বিরুদ্ধে এককাট্টা চিন-কানাডা, কী প্রভাব পড়বে ভারতে?

মিশনের উদ্দেশ্য কী: জানা যাচ্ছে, মহাকাশে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং প্রযুক্তিগত পরীক্ষার উদ্দেশ্যেই ঠিক করা হয়েছে এই Ax-4 মিশন। মহাকাশচারীরা মাইক্রোগ্র্যাভিটিতে জৈবিক এবং ভৌত বিজ্ঞান সংক্রান্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন বলে জানা গিয়েছে। নতুন মহাকাশ প্রযুক্তি এবং সরঞ্জাম পরীক্ষা করা হবে। মহাকাশ বিজ্ঞান এবং গবেষণার বিষয়ে আরো বেশি সংখ্যক মানুষকে সচেতন এবং উৎসাহী করে তোলাও এই মিশনের অন্যতম উদ্দেশ্য।

আরও পড়ুন : সাক্ষাৎ মৃত্যুপুরী মায়ানমার, ধ্বংসাবশেষ সরাতে গিয়ে যা দেখলেন উদ্ধারকারীরা… শুনলে শিউরে উঠবেন!

উল্লেখ্য, এখনো পর্যন্ত তিনটি মিশন সফল ভাবে সম্পূর্ণ করেছে Axiom। ২০২২ এর এপ্রিল মাসে Ax-1 মিশনে ১৭ দিনের মহাকাশ অভিযান করা হয়েছিল। পরবর্তীতে ২০২৩ এর মে মাসে এবং ২০২৪ এর জানুয়ারিতে যথাক্রমে AX-2 এবং Ax-3 মিশন লঞ্চ করা হয়েছিল। এবার চতুর্থ মিশনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই মিশনেই রাকেশ শর্মার পর ৪০ বছর পর কোনো ভারতীয় (India) মহাকাশচারী পাড়ি দিতে চলেছেন মহাশূন্যে। এই মিশন নিঃসন্দেহে ভারতের মহাকাশ গবেষণাকে প্রয়োজনীয় গতি এনে দেবে। পাশাপাশি গগনযান মিশন সহ অন্যান্য মহাকাশ অভিযানের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X