ভারতীয়র প্রাণের বদলা! ১০ পাকিস্তানি জওয়ানকে নিকেশ ভারতীয় সেনার? চলছে আরেক অপারেশন

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ সাকসেসফুল ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor), ২৬-এর বদলায় ৯০ বা তারও বেশি! বুধবার মধ্য রাতে পাকিস্তানে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত। ভারতীয় সেনার এয়ার স্ট্রাইকে নিহত প্রায় এক শত জঙ্গি। এবার ফের অ্যাকশন। (India Attack Pakistan)

১২ ভারতীয়র মৃত্যুর বদলা নিল ভারত | India Attack Pakistan

ভারত ‘কোমর ভেঙে’ দেওয়ার পরও হুঁশ ফেরেনি শত্রু দেশের। সীমান্তে জারি অশান্তি। নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের হামলায় ১২ ভারতীয়র মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এবার এরই বদলা নিল ভারত। পাক হামলার পাল্টা হামলায় নিহত ১০ পাক সেনা। ভারতীয় সেনার জবাবি হামলায় ১০ পাক সেনার মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে এদিন পাকিস্তানের সীমান্ত থেকে গুলি চালানো হয়। জম্মুতে আর্টিলারি গান ফায়ার ও শেল ফাটানো হয়। এরপরই বদলা নিতে ময়দানে নামল ভারত। ইতিমধ্যেই সাধারণ নাগরিকদের ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণরেখায়।

কাশ্মীর হামলার প্রত্যাঘাতে শত্রু পাকিস্তানের (Pakistan) ভেতরে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত (India)। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তানে প্রত্যাঘাতে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। উড়িয়ে দেওয়া হয় লস্কর-ই-তৈবার অন্যতম ঘাঁটি মারকাজ তৈবা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকে-তে ঢুকে প্রত্যাঘাত হেনেছে শক্তিশালী ভারত। শত্রুকে সুকৌশলে মোক্ষম দাওয়াই দিয়েছে ভারত।

আরও পড়ুন: ‘SSC-র সমস্যা..,’ ‘এখন পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ’, বললেন উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম হওয়া সৃজিতা

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পাক জঙ্গি হামলা চলে। ধর্ম যাচাই করে গুলি (Kashmir Attack)! ধর্ম জিজ্ঞাসা করার পর এবং স্ত্রীর সিঁথিতে সিঁদুর, হাতে চুড়ি দেখার পর স্বামীকে গুলি করা হয়। এখনও তাজা সেই আঘাতের ঘা।

ভিডিও দেখুন: https://youtu.be/qY-YipN5WE0?si=qKkfl8JYbH9aBwqB

অভিযোগ, জঙ্গিরা ধর্মপরিচয় জিজ্ঞাসা করে বেছে বেছে হিন্দুদের নিধন করেছেন। কোনো হিন্দু মহিলা বা শিশুদের মারা হয়নি। কিন্তু তাঁদের চোখের সামনে খুন হতে হয়েছে পুরুষদের। অধিকাংশ ক্ষেত্রেই স্ত্রীদের সামনেই তাঁদের স্বামীকে গুলি করা হয়। সেই হামলারই প্রত্যাঘাতে এই ‘অপারেশন সিঁদুর’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই নামকরণ করেছেন।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X