বাংলা হান্ট ডেস্ক: জাতিসংঘে পাকিস্তানকে (Pakistan) কড়া হুঁশিয়ারি ভারতের (Bharat)। আন্তর্জাতিক প্লাটফর্মের অপব্যবহারের বন্ধ করা হোক, সেই সঙ্গে পাক অধিকৃত কাশ্মীর ও সন্ত্রাসবাদ নিয়ে রাষ্ট্রসঙ্ঘে (UNGA) পাকিস্তানকে যোগ্য জবাব ভারতের।
পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার জাতিসংঘের (United Nations) সাধারণ পরিষদে জম্মু ও কাশ্মীর ইস্যু উত্থাপনের বিরুদ্ধে পাল্টা জবাব দিল ভারত। জাতিসংঘে ভারতের প্রথম সচিব প্যাটেল গেহলট মানবাধিকার ও সন্ত্রাসবাদের (Terrorism) ইস্যুতে পাকিস্তানকে তুলোধনা করার পাশাপাশি অবিলম্বে পাক অধিকৃত কাশ্মীর (PoK) খালি করার হুঙ্কার দিয়েছেন। শুক্রবার তিনি বলেন, ‘ভারতের অবৈধভাবে দখল করা এলাকাগুলিকে খালি করতে হবে পাকিস্তানকে। একই সঙ্গে ২৬/১১ হামলার অপরাধীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।’
পাকিস্তানকে নিশানা করে প্যাটেল গেহলট বলেন, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের (Democracy) দিকে আঙুল তোলার আগে আগে নিজেদের মুখ আয়নায় দেখুন পাকিস্তান। সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচারের সবচেয়ে বড় উদাহরণ ২০২৩ সালের অগাস্টে খ্রিস্টান (Christian) সম্প্রদায়ের বিরুদ্ধে বর্বরতা। ১৯টি গির্জা-সহ খ্রিস্টানদের ৮৯টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের নারীদের বিশেষ করে হিন্দু (Hindu), শিখ (Sikh) এবং খ্রিস্টানদের অবস্থা খুবই খারাপ। মানবাধিকার কমিশনে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে, প্রতি বছর সংখ্যালঘু সম্প্রদায়ের আনুমানিক এক হাজারের বেশি মহিলাকে অপহরণ করে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে।’
ভারতের তরফে আরও বলা হয়েছে, ‘পাকিস্তানের সঙ্গে প্রযুক্তিগত কৌশলে জড়িত হওয়ার পরিবর্তে আমরা মুম্বই হামলায় দোষীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। ২৬/১১-র ভয়ঙ্কর হামলার ১১ বছর পেরিয়ে গিয়েছে। সেদিন হামলায় যারা আক্রান্ত আজও তারা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছেন।’ সেই সঙ্গে ভারতের তরফে বলা হয়, শান্তি প্রতিষ্ঠার জন্য পাকিস্তানকে সন্ত্রাস এবং সন্ত্রাসবাদ ছাড়ানো বন্ধ করতে হবে। পাক-অধিকৃত ভারতের জায়গা খালি করতে হবে।