বাংলা হান্ট নিউজ ডেস্ক: বুধবার রাতে ভারতের জন্য ঐতিহাসিক মুহূর্ত তৈরি হলো কমনওয়েলথ গেমসে। হাই জাম্পে ভারতের জাতীয় রেকর্ডধারী তেজস্বী শঙ্কর কমনওয়েলথ গেমসে এই নজির গড়েছেন। ভারতের কমনওয়েলথের ইতিহাসে প্রথমবারের জন্য হাই জাম্পে পদক এসেছে। আর এই পদক জয়ী প্রথম ভারতীয়তে পরিণত হয়েছেন তেজস্বী। নিউজিল্যান্ডের হামিশ কের এবং গতবারের কমনওয়েলথে সোনাজয়ী অজি তারকা ব্রেন্ডন স্টার্কের পেছনে ফিনিশ করে ব্রোঞ্জ জিতেছেন তিনি।
বার্মিংহ্যাম ২০২২ কমনওয়েলথ গেমসে পুরুষদের হাই জাম্প প্রতিযোগিতায় সর্বোচ্চ ২.২২ মিটার লাফ দিয়ে ব্রোঞ্জ জিতেছেন তেজস্বী। এই ক্ষেত্রে ভারত কোনওদিনই কোনও পদক পায়নি। তাই তাকে ঘিরে যে বিশাল প্রত্যাশা ছিল এমন নয়। কিন্তু চাপ তার ওপর কিছুটা ছিলই। তার আশ্চর্যজনক আত্মবিশ্বাস এবং উজ্জ্বল প্রচেষ্টা দেখে স্টেডিয়ামে উপস্থিত দর্শক ও ভারতের ক্রীড়াপ্রেমীরা তাকে কুর্নিশ জানিয়েছেন।
ব্রোঞ্জ জয়ের জন্যও তাকে কম পরিশ্রম করতে হয়নি। তিনি এবং বাহামাসের প্রাক্তন বিশ্ব এবং কমনওয়েলথ গেমস বিজয়ী তারকা ডোনাল্ড থমাস দুজনেই ২.২২ মিটার লাফিয়ে একই জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু ভারতীয় ক্রীড়াবিদ প্রতিপক্ষের চেয়ে কম ফাউল করার কারণে ব্রোঞ্জ পদক জিততে পেরেছেন। একই নিয়মে অস্ট্রেলিয়ান প্রতিপক্ষকে পেছনে ফেলে এই খেলায় পদক নিয়ে গিয়েছেন নিউজিল্যান্ডের হামিশ কের। আর তেজস্বীর পদকটি ছিল চলতি কমনওয়েলথ গেমসে ভারতের ১৮ তম পদক।
অবশ্য তেজস্বী, তুলিকা এবং সৌরভ ঘোষালের সাফল্য ছাড়াও বুধবার রাতে আরও একটি পদক এসেছে বার্মিংহ্যাম থেকে। পুরুষদের ১০৯ কেজি ভারোত্তোলন ফাইনালে ৩৯০ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জিতেছেন আরও এক ভারোত্তোলক গুরদীপ সিং। তার অসাধারণ প্রচেষ্টার পর তিনি স্ন্যাচে ১৬৭ কেজি এবং তার পাশাপাশি ক্লিন অ্যান্ড জার্কে ২২৩ কেজি ওজন তুলে ভারোত্তোলনে ভারতের দশম পদক জিয় নিশ্চিত করেছেন।