বাংলাহান্ট ডেস্ক : আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের সাথে সাথে চিনের ‘মাখোমাখো’ সম্পর্ক নজর এড়াচ্ছে না ভারতের। ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঢাকায় আনাগোনা বেড়েছে চিনা আধিকারিকদের। সংখ্যালঘু নিপীড়ন, সীমান্ত উত্তেজনা সহ একাধিক ইস্যু নিয়ে যখন ভারতের (India-Bangladesh) সাথে বারংবার দ্বন্দ্বে জড়াচ্ছে বাংলাদেশ, তখনই ফাঁকা মাঠে গোল দিতে তৎপর হয়ে উঠেছে চিন।
বাংলাদেশের উপর নজর রাখছে ভারতের (India-Bangladesh)
এই আবহেই এবার বাংলাদেশের (Bangladesh) প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস যেতে চলেছেন চিন সফরে। সূত্রের খবর, চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেজিংয়ে একটি বৈঠকও হতে পারে ইউনূসের। পরিস্থিতি পর্যবেক্ষণ করে অনেকেই তাই প্রশ্ন তুলছেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশও কি এবার পা দিতে চলেছে চিনের ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের ফাঁদে?
আরও পড়ুন : মিলছে দুর্ধর্ষ অফার! এবার এই ৪ ব্যাঙ্কের গ্রাহকেরা ফিক্সড ডিপোজিটেই হবেন মালামাল
সূত্রের খবর, চিনের (China) হাইনান প্রদেশে আগামী ২৫ থেকে ২৮ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে ‘বোয়াও ফোরাম ফর এশিয়া’র (বিএফএ) সম্মেলন। বিএফএ-তে যোগ দিতে আগামী ২৬ মার্চ চিন উড়ে যাবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এরপর সেখান থেকে বেজিং যাওয়ার কথা রয়েছে ইউনূসের (Mohammad Yunus)।
আরও পড়ুন : NFT দুনিয়ায় নয়া ঝড়! নিজের তৈরি NFT দিয়েই হয়ে যান বড়লোক, সামনে এল TreasureNFT AUCTION Details
ঢাকার কূটনৈতিক সূত্রে খবর, সেখানে ২৮ মার্চ চিনের প্রেসিডেন্ট জিনপিংয়ের সাথে একটি বৈঠক সারতে পারেন মহম্মদ ইউনূস। হাসিনা পরবর্তী আমলে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়ন, অনুপ্রবেশ, সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে উত্তেজনার মতো একাধিক ইস্যু প্রভাব ফেলেছে ভারতের (India-Bangladesh) সাথে বাংলাদেশের সম্পর্কে।
এমন পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ‘ঘনিষ্ঠতা’ বেড়েছে চিন ও পাকিস্তানের। কিছুদিন আগে বাংলাদেশি রোগীদের জন্য চিন হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতিও দেয়। সবমিলিয়ে ইউনূসের আগামী চিন সফর যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে তেমনটাই মনে করছে ওয়াকিবহালমহল।