বাংলাহান্ট ডেস্ক : তিস্তা প্রকল্প নিয়ে সম্প্রতি ঢাকায় একটি অনুষ্ঠানে মুখ খোলেন ঢাকায় নিযুক্ত চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘এ নদী বাংলাদেশের। তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে। যেকোনও সিদ্ধান্ত আমরা সম্মান করব। যে পক্ষই এ প্রকল্পে কাজ করুক, তা যাতে দ্রুত শেষ হোক, সেটাই আমরা চাই। এই প্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতেও রাজি চিন।’
তিনি জানান যে এই প্রকল্পের জন্য ভারতের (India) সাথে হাত মিলিয়ে কাজ করতে রাজি চীন। এর আগে চীন তিস্তা প্রকল্প নিয়ে প্রস্তাব দেয় বাংলাদেশকে (Bangladesh)। সম্প্রতি ভারত সফরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের থেকেও প্রস্তাব পেয়েছেন এই প্রকল্প নিয়ে। এই পরিস্থিতিতে হাসিনা সরকার কোন দেশের প্রস্তাব গ্রহণ করে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
আরোও পড়ুন : ইঞ্জিনিয়ারিং এবং কারিগরি ক্ষেত্রে পড়ুয়াদের পথ দেখাতে বড় পদক্ষেপ APAI-র, শুরু Pre-Counselling Fair 2024
ভারত (India) সফরের পর শেখ হাসিনা (Seikh Hasina) বলেছিলেন ভারত ও চীন (China) এই দুই দেশের প্রস্তাবই আমরা খতিয়ে দেখব। প্রসঙ্গত, ২০২০ সালে চীনের তরফে বাংলাদেশকে একটি বাঁধ নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছিল শিলিগুড়ি করিডরের কাছেই সীমান্ত পারে তিস্তার উপরে। তবে এখনো সেই প্রস্তাবে সম্মতি জানায়নি ঢাকা। পাশাপাশি এবার ভারতের তরফেও বাংলাদেশকে প্রস্তাব দেওয়া হল তিস্তা প্রকল্প নিয়ে।
জানা যাচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই মাসে চীন সফরে যেতে পারেন। কূটনৈতিক মহলের ধারণা, হাসিনার চীন সফরের সময় কোনও চীনা সংস্থা যদি নদী সংরক্ষণের বরাত পেয়ে যায় তাহলে বেজিংয়ের কাছে খুব সহজেই চলে যাবে নদীর গতিপ্রবাহ-সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক তথ্য। এমনকি অনেকের মনে আশঙ্কা রয়েছে চীন সামরিক ছাউনি তৈরি করতে পারে ভারতের (India) ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডরের কাছে।