ঋণ দিচ্ছে না ভারত! অবস্থা “টাইট” বাংলাদেশের, কপালে চিন্তার ভাঁজ ইউনূস সরকারের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সালটা ১৯৭১, তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হস্তক্ষেপে ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সুখে-দুঃখে পাশে থেকেছে ভারত (India-Bangladesh)। তবে ইদানিংকালে সেসব অতীত দিনের কথা যেন বেমালুম ভুলে গিয়েছে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র।

ভারত টাকা বন্ধ করতেই চাপে বাংলাদেশ (India-Bangladesh)

বদলের বাংলাদেশে দিন দিন বাড়ছে ভারত বিদ্বেষ। এই আবহেই ভারতের থেকে ঋণ না মেলায় অথৈ জলে পড়েছে সে দেশের একাধিক রেল প্রকল্প। সূত্রের খবর, বাংলাদেশের একাধিক রেল প্রকল্পের কাজ চলছিল ভারতের (India-Bangladesh) ঋণের সহায়তায়। তবে সেই ঋণ না মেলায় থমকে রয়েছে একাধিক রেল প্রকল্পের (Railway Project) কাজ।

আরোও পড়ুন : গ্রীষ্মের আগেই শুরু Tata-র ধামাকা! ২৪ ঘণ্টার মধ্যে বাড়িতে পৌঁছে যাবে AC, কিভাবে করবেন বুক?

জানা গেছে, ভারতের ঋণের টাকায় বাংলাদেশের ৭টি রেল প্রকল্পের কাজ হওয়ার কথা। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে খুলনা-দর্শনা রেল লাইন প্রকল্প, সিরাজগঞ্জ-বগুরা ন্যারো এবং ব্রড গেজ লাইন। সূত্রের খবর, ভারতের তরফে ঋণ না মেলায় এখনও এই দুটি প্রকল্পের কাজ শুরু করতে পারেনি বাংলাদেশ রেল কর্তৃপক্ষ। 

আরোও পড়ুন : ‘মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে কোনো মিলই নেই, উল্টো কথা..,’ অসন্তুষ্ট হাইকোর্ট, মঙ্গলবারের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ

পাশাপাশি ভারতের ঋণের টাকায় বাংলাদেশে আরও দুটি রেল প্রকল্পের কাজ চলছে। সেগুলির কাজও সম্পন্ন হয়নি এখনও। ঢাকা-টঙ্গী তৃতীয় এবং চতুর্থ লাইনের কাজের অগ্রগতি হয়েছে ৩৮ শতাংশ। অন্যদিকে, ৫১ শতাংশ এগিয়েছে কুলাউড়া-শাহবাজপুর রেলপথ নির্মাণের কাজ। সূত্রের খবর, ভারতের ঋণের টাকায় চলছে বাংলাদেশে খুলনা-মোংলা রেলপথ এবং আখাউড়া-আগরতলা লাইনের কাজও।

India-Bangladesh clash and Yunus crisis.

এই দুটি প্রকল্পের কাজ কিছুটা এগোলেও, প্রকল্প সম্পূর্ণ হতে বাকি অনেকটা। বাংলাদেশের এই রেল প্রকল্পগুলিতে যে ভারতীয় শ্রমিকরা কাজ করছেন তারা এখনও ফিরে যাননি সেদেশে। একইসাথে ভারতের কাছ থেকে ঋণ না মেলায় প্রশ্নের মুখে পড়েছে প্রকল্পগুলির ভবিষ্যৎ। প্রকল্পগুলির কাজ আদৌ সময়মতো শেষ হবে কিনা তা নিয়ে রীতিমতো চিন্তায় ইউনূস (Mohammad Yunus) সরকার।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X