একী কাণ্ড! বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগে “রাগ” ঢাকার, দেওয়া হল বিশেষ বার্তা

বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশের দোদুল্যমান পরিস্থিতি নিয়ে যথেষ্ট চিন্তায় ভারত (India-Bangladesh)। সেদেশে সংখ্যালঘুদের উপর একের পর এক অত্যাচারের ঘটনা থেকে শুরু করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, গোটা বিষয়ের উপরই কড়া নজর রয়েছে দিল্লির (Delhi)। এই আবহেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সয়াল গত ৭ই মার্চ, বাংলাদেশের চলমান অস্থির পরিস্থিতি নিয়ে দেন বিশেষ বার্তা।

ভারতকে বার্তা বাংলাদেশের (India-Bangladesh)

বাংলাদেশ ‘ইস্যু’ নিয়ে ভারতের (India-Bangladesh) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা ‘অযাচিত ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল’ বলে এবার মন্তব্য করলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে রফিকুল আলম বলেন, ‘আমরা একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করি; যেখানে গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমস্যার নিষ্পত্তি হবে।’

আরও পড়ুন : লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা! এবার মহিলাদের ১০,০০০ টাকা দেবে সরকার! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভারতের (India) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বার্তা প্রসঙ্গে রফিকুল বলেন, ‘বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশের নির্বাচন, সার্বিক আইনশৃঙ্খলা ও সংখ্যালঘু সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে, এ বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের মন্তব্য অযাচিত ও অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এ ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন।’

আরও পড়ুন : জোড়া নায়ক-নায়িকার এন্ট্রি জলসার সিরিয়ালে, অবশেষে কাটবে TRP-র ফাঁড়া?

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলমের কথায়, কোনও দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করার নীতিতে বিশ্বাসী নয় বাংলাদেশ। পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং বোঝাপড়ার ভিত্তিতে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। রফিকুল আলমের বক্তব্য, ‘সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করি যে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

India-Bangladesh condition on this issue.

পাশাপাশি, বাংলাদেশে (Bangladesh) শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে দিল্লির তরফে সেদেশের কূটনৈতিক পত্রের প্রতিক্রিয়া মিলেছে কি না, সেই প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এদিন জানান, ‘এটার বিষয়েও প্রধান উপদেষ্টা সম্প্রতি একটি সাক্ষাৎকারে জবাব দিয়েছেন। তারপরও আমরা বলছি, আমরা ভারতের কাছ থেকে কোনো জবাব পাইনি। পরবর্তী কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা পাবলিকলি একটা দিকনির্দেশনা দিয়েছেন।’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর