ভারতের বিরুদ্ধে তর্জন-গর্জনই সার! দিল্লির হুঙ্কারেই সুর নরম ঢাকার, জারিজুরি “ফাঁস” বাংলাদেশের

বাংলাহান্ট ডেস্ক : একের পর এক উস্কানির জেরে বারংবার উত্তপ্ত হয়ে উঠছে ভারত-বাংলাদেশ (India-Bangladesh) সীমান্ত। অভিযোগ ভারতের মাটিতে কাঁটাতার বসাতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে বিএসএফ। আবার অন্যদিকে নো ম্যান্স ল্যান্ডে বাঙ্কার তৈরির অভিযোগ উঠছে বিজিবির বিরুদ্ধে। এমন টালমাটাল পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার দিল্লির বিএসএফ হেডকোয়ার্টারে যৌথ সাংবাদিক সম্মেলন করলেন ডিজি বিএসএফ- দলজিৎ সিং চৌধরি, ডিজি বিজিবি- মেজর জেনারেল আসরাফুজ্জামান সিদ্দিকী।

ভারত-বাংলাদেশ (India-Bangladesh) বিএসএফ-বিজিবি বৈঠক

চার দিনের বিএসএফ-বিজিবি ডিজি পর্যায়ের বৈঠক শেষে আজ দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিএসএফ ডিজি দাবি করেন, সীমান্ত এলাকায় অনুপ্রবেশের ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে অগাস্ট মাসের পর। অন্যদিকে, সাংবাদিক সম্মেলনে বিজিবি ডিজি বলেন, মিডিয়া বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনার ভুল ব্যাখ্যা করছে। বিজিবি ডিজির দাবি, গতবছর বাংলাদেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো হয়েছে।

আরোও পড়ুন : রাজ্যের বিরুদ্ধে বিরাট অভিযোগ! এবার হাইকোর্টে হাজিরা দিলেন স্বরাষ্ট্রসচিব! কোন মামলায়?

এই প্রসঙ্গে বলা যায় যে, বিজিবির (BGB) অধীনস্থ এলাকায় পুজো নিয়ে কোনও সমস্যা দেখা দেয়নি। যে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে সেখানে ধর্মীয় কারণ নেই বলেই দাবি করেছেন বিজিবি ডিজি আসরাফুজ্জামান সিদ্দিকী। তাঁর মতে, এই ধরনের ঘটনার পিছনে থাকতে পারে রাজনৈতিক কারণ। দিল্লিতে অনুষ্ঠিত বিএসএফ ও বিজিবির কর্তদের বৈঠকে অনেকটাই সুর নরম করল বাংলাদেশ।

আরোও পড়ুন : তুমুল কড়াকড়ি! আবাসের কাজ নিয়ে ফের নয়া নির্দেশ নবান্নের

ভারতের (India) সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, তাদের তরফ থেকে বিজিবিকে কখনোই আক্রমণ করা হয়নি। এই ধরনের মনোভাবও তাদের নেই বলেও জানিয়েছে বিএসএফ। সুর নরম করে বাংলাদেশের (Bangladesh) পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা আলোচনা করেছি ডেভেলপমেন্ট ওয়ার্কসের বিষয়ে। আশা করা যাচ্ছে ১৫০ ইয়ার্ডের মধ‍্যে পরিকাঠামো তৈরি করার কাজ যৌথ উদ্যোগে শুরু হবে। ১৫০ ইয়ার্ডের মধ‍্যে স্থায়ী পরিকাঠামো তৈরির খবর ভিত্তিহীন। দুপক্ষের মতামতেই শুরু হয়েছিল ডেভলপমেন্টের কাজ।

India-Bangladesh current Meeting update

প্রসঙ্গত, বর্তমানে প্রায় কাঁটাতার বিহীন অবস্থায় রয়েছে ভারত-বাংলাদেশ (India-Bangladesh) সীমান্তের প্রায় ৯৬৩ কিলোমিটার অংশ। সীমান্তের সেরকম কিছু জায়গায় কাঁটাতার বসাতে গেলে বিএসএফের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে বিজিবি। কাঁটাতার বসানো নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় মালদহের কালিয়াচক এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে যার জেরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর