বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত-বাংলাদেশ (India-Bangladesh) দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকছে। পদ্মাপারের মৌলবাদীদের ভারত-বিরোধী মনোভাব তিক্ত করেছে দুদেশের সম্পর্ক। যদিও এই পরিস্থিতিতে নিজেদের দায়িত্বে অবিচল থেকে গত কয়েক মাসে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে ভারত।
ত্রিপুরার খাবার পাঠানোকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশের (India-Bangladesh) সম্পর্ক
একাধিক গুরুত্বপূর্ণ জিনিসপত্রের পাশাপশি গত কয়েক মাসে বিপুল পরিমাণ চাল-ডাল-আলু সহ একাধিক খাদ্যসামগ্রী সেদেশে রফতানি করেছে ভারত। এবার বিদ্বেষের বাংলাদেশেই (Bangladesh) যেন উলট পুরাণ। বাংলাদেশ থেকে ৩০০ কার্টনে শুকনো খাবার ও জুস এসে পৌঁছাল ত্রিপুরার রাজধানী আগরতলায়।
আরও পড়ুন : বিয়ের মণ্ডপেই আদৃতের সঙ্গে পুনর্মিলন শুভলক্ষ্মীর! স্লট দখল করতে “মোড় ঘোরানো” চমক জলসার
আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপলক্ষে বিপুল পরিমাণ শুকনো খাবার ত্রিপুরায় পাঠিয়েছে বাংলাদেশ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই খাবার পরিবেশন করা হবে অতিথিদের। সূত্রের খবর, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আগত অতিথিদের পরিবেশন করার উদ্দেশ্যে ৩০০ কার্টনে শুকনো খাবার ও জুস পাঠানো হয়েছে ত্রিপুরার রাজধানী আগরতলায়।
আরও পড়ুন : নায়ককে ছাড়াই এগোবে গল্প! নাকি ইতি পড়বে সিরিয়ালে, কী আছে জলসার জনপ্রিয় মেগার ভাগ্যে?
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে শনিবার বেলা ১১টা নাগাদ এই বিপুল পরিমাণ শুকনো খাবার পাঠানো হয় ত্রিপুরার উদ্দেশ্যে। আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে আগরতলায় নিযুক্ত সহকারী হাইকমিশন। অনুষ্ঠানে আগত অতিথিদের পরিবেশন করার জন্য বাংলাদেশ থেকে চানাচুর, লেক্সাস বিস্কুট, জুস, ডালভাজা ও চিপস ভর্তি ৩০০ কার্টন এসে পৌঁছেছে আগরতলায়।
বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, প্রতিবছরই বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে ত্রিপুরার (Tripura) রাজধানী আগরতলায়। চলতি বছরও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে আগরতলায় নিযুক্ত সহকারী হাইকমিশন। বাংলাদেশের তরফে যদিও এই ঘটনাটিকে সম্পূর্ণ সৌজন্যমূলক বলেই আখ্যায়িত করা হয়েছে।
সূত্রের খবর, শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব আধিকারিক মাহবুবুর রহমান, আখাউড়া ইমিগ্রেশনের এসআই সোহেল রানা ও আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনারের পিএস চঞ্চল দে’র উপস্থিতিতে কয়েক’শ কার্টন ভর্তি শুকনো খাবার পাঠানো হয় আগরতলার উদ্দেশ্যে।