বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ‘ভারতবিদ্বেষ’ রেওয়াজে পরিণত করেছে ঢাকা। একদিকে যেমন রয়েছে মৌলবাদীদের হুঙ্কার, পাশাপাশি রয়েছে ইউনূস সরকারের উপদেষ্টাদের ভারত বিদ্বেষী মন্তব্য। একের পর এক আঘাত আসা সত্ত্বেও, গত কয়েক মাসে ভারতের (India-Bangladesh) তরফে অবশ্য বাড়িয়ে যাওয়া হয়েছে বন্ধুত্বের হাত।
ভারতের উপহার বাংলাদেশকে (India-Bangladesh)
দায়িত্বে অবিচল থেকে বিগত মাসগুলিতে টন টন খাদ্যদ্রব্য বাংলাদেশে রফতানি করেছে ভারত। এবার ঈদের আগে ভারতের (India-Bangladesh) তরফে বড় ‘উপহার’ বাংলাদেশকে। পেঁয়াজ রফতানির ক্ষেত্রে বিগত দেড় বছর ধরে বিধি-নিষেধ জারি করেছিল ভারত সরকার। এই পরিস্থিতিতে ওপার বাংলায় ক্রমশ চড়ছিল পেঁয়াজের (Onion) দাম।
আরও পড়ুন : সুপ্রিম-সমালোচনার পরেই বড় সিদ্ধান্ত! ‘এই’ আইন বদলাল কলকাতা হাইকোর্ট! জোর শোরগোল
এতদিন ভারত সরকারের তরফে পেঁয়াজ রফতানির উপর আরোপিত ছিল ২০% শুল্ক। তবে এবার পেঁয়াজের উপর রফতানি শুল্ক তুলে নেওয়ার ঘোষণা করল ভারত। বাংলাদেশের প্রথমসারির সংবাদপত্র ‘প্রথম আলো’ জানিয়েছে, এই আবহে ঈদের আগে পেঁয়াজের দাম কমতে পারে বাংলাদেশে। প্রথম আলোর রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বর্তমানে নতুন পেঁয়াজ এসেছে বাংলাদেশের (Bangladesh) বাজারে।
আরও পড়ুন : হাতে মাত্র ৩ দিন! পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে টাইট ডেডলাইন, হঠাৎ কী হল?
ঈদের আগে পেঁয়াজের দাম এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সেই কারণে ভারত থেকে কমেছে পেঁয়াজ আমদানি। এই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, বাংলাদেশ আগে প্রতি মাসে গড়ে ৫০ হাজার টনেরও বেশি পেঁয়াজ আমদানি করত ভারত থেকে। তবে গত জানুয়ারি মাসে পেঁয়াজ আমদানি কমে দাঁড়িয়েছে ২৯ হাজার টনে।
গত ফেব্রুয়ারি মাসে ভারত (India) থেকে আমদানি করা হয়েছিল ২৪০০০ টন পেঁয়াজ। প্রতিবেদনে প্রথম আলো দাবি করেছে, ভারত সরকার পেঁয়াজের উপর রফতানি শুল্ক প্রত্যাহার করায় আরও খানিকটা পেঁয়াজের দাম কমতে পারে বাংলাদেশের বাজারে। সাধারণ ক্রেতারা এর ফলে উপকৃত হলেও, কপালে চিন্তার ভাঁজ কৃষকদের। রিপোর্ট অনুযায়ী, অতিরিক্ত দাম কমে গেলে ক্ষতির সম্মুখীন হবেন পেঁয়াজ চাষিরা।
সূত্রের খবর, বর্তমানে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বাংলাদেশের পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৪১-৪২ টাকা কেজি দরে। খুচরো বাজারে ভারতীয় পেঁয়াজের দাম ৫০-৬০ টাকা প্রতি কেজি। অন্যদিকে, দেশীয় পেঁয়াজ বাংলাদেশে বর্তমানে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৫০ টাকা দরে। ভারত সরকার রফতানি শুল্ক প্রত্যাহার করে নেওয়ায় ধারণা করা হচ্ছে, কেজি প্রতি ২৫-৩০ টাকায় পেঁয়াজ আমদানি করা যাবে ভারত থেকে।