বাংলাহান্ট ডেস্ক : গত বছর থেকে ক্রমশ জটিল থেকে জটিলতর হয়েছে ভারত বাংলাদেশের (India-Bangladesh) সম্পর্ক। ছাত্র আন্দোলনের চাপে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে গত আগস্ট মাস থেকে ভারতেই রয়েছেন শেখ হাসিনা। মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের হাল ধরলেও পরিস্থিতি খুব একটা পাল্টায়নি।
ভারত বাংলাদেশ (India-Bangladesh) নিয়ে বড় আপডেট
ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রে ক্রমশ অবনতি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এই আবহেই অনুপ্রবেশ নিয়ে কপালে চিন্তার ভাঁজ দিল্লির। বাংলাদেশের সিংহভাগ সীমান্ত এলাকা সংযুক্ত ভারতের সাথে। বাংলাদেশ থেকে ভারতে (India-Bangladesh) অনুপ্রবেশের ঘটনা নতুন নয়। সীমান্ত রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অতীতে একাধিকবার বাংলাদেশ থেকে চোড়া পথে ভারতে ঘটেছে অনুপ্রবেশের ঘটনা।
আরোও পড়ুন : জামিনের পরেই ঝটকা! ED-র নয়া পদক্ষেপে ঘুম উড়ল জ্যোতিপ্রিয়র! রেশন দুর্নীতিতে নয়া মোড়
তবে বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে বেআইনি অনুপ্রবেশ নিয়ে সতর্ক বিএসএফ। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ, দিল্লি, মুম্বাই সহ ভারতের একাধিক জায়গা থেকে ২০০-রও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সীমান্ত এলাকায় বিএসএফের সতর্ক নজরদারি, কাঁটাতারের বেড়া পেরিয়ে কীভাবে ভারতে অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে তা নিয়েও চিন্তায় রয়েছে দিল্লি।
আরোও পড়ুন : দাঁড়িয়ে BDO, চেয়ারে বসে TMC নেতা! সরকারি অনুষ্ঠানের ছবি পোস্ট করে বিস্ফোরক সৌমিত্র খাঁ
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাংলাদেশ থেকে ভারতে (India-Bangladesh) অনুপ্রবেশের ক্ষেত্রে তারা মূলত ব্যবহার করছে নদীপথ। মালদা, মুর্শিদাবাদের সীমান্ত এবং নদীপথ দিয়ে ফারাক্কা ব্যারেজের পাশ দিয়ে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে ভারতে। মোট ৫৪টি নদী পথ রয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে। সেগুলির মধ্যে অন্যতম পদ্মা, রাইমঙ্গল, ইছামতী, ডাউকি, সোনাই।
এগুলির মধ্যে ভারতের কাছে সবথেকে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সোনাই নদী। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, সোনাই নদীপথ ব্যবহার করেই অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে ভারতে। এমনকি জানা গেছে, সম্প্রতি বলিউড তারকা সেইফ আলী খানের উপর হামলা চালানো বাংলাদেশি দুষ্কৃতী ভারতে প্রবেশের ক্ষেত্রে ব্যবহার করেছিলেন মেঘালয়ের ডাউকি নদী।