বাংলাহান্ট ডেস্ক : হাসিনার পতনের পর থেকেই বিভিন্ন সময় ভারতের বিরুদ্ধে বিদ্বেষ উগরে দিতে দেখা গিয়েছে বাংলাদেশকে (India-Bangladesh)। মুখে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিলেও বিভিন্ন ক্ষেত্রে সেই এদেশের উপরেই নির্ভর করতে হচ্ছে বাংলাদেশিদের। সেটা চাল, পেঁয়াজ আমদানিই হোক বা চিকিৎসার জন্য। এমনকি বিয়ের জন্যও বাংলাদেশিদের (India-Bangladesh) ভারত পছন্দ অবাক করে দেওয়ার মতো। ওদেশে বিক্ষোভ, অশান্ত পরিস্থিতির মাঝেও দুই দেশের মধ্যে বিয়ের সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ।
ভারত বাংলাদেশের (India-Bangladesh) মধ্যে বিয়ের সংখ্যা বেড়ে দ্বিগুণ
ব্যাপারটা খোলসা করেই বলা যাক। ভারতীয় এবং বাংলাদেশি (India-Bangladesh) নাগরিকদের মধ্যে বিয়ের বিষয়টা নতুন নয়। কিন্তু ২০২৪ সালে বাংলাদেশের যেমন অস্থির পরিস্থিতি ছিল, ওই অবস্থাতেও দুই দেশের মধ্যে বিয়ের ধুম ছিল তুঙ্গে। একটি পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ভারত এবং বাংলাদেশের (India-Bangladesh) নাগরিকদের মধ্যে মোট ১১১ টি বিয়ে সম্পন্ন হয়েছে। রিপোর্ট বলছে, এই ১১১ টি বিয়ের মধ্যে ১১ টিতে ছিল ভারতীয় কনে এবং ১০০ টির ক্ষেত্রে ছিল বাংলাদেশি (India-Bangladesh) কনে। ২০২৩ সালের তুলনায় এই সংখ্যাটা প্রায় দ্বিগুণ।
বাংলাদেশিরা চাইছেন ভারতে আসতে: ২০২৪ সালে ভারতীয়দের সঙ্গে যতজন বাংলাদেশির (India-Bangladesh) বিয়ে হয়েছে তাদের মধ্যে কতজন ভারতে থাকবেন তা এখনো স্পষ্ট করে জানা যায়নি। তবে আধিকারিকদের বক্তব্য, তাঁদের মধ্যে অধিকাংশ ভারতেই থাকবেন। এক আধিকারিক বলেন, নাগরিকত্ব আইনের জোরে তাঁদের অনেকেই ভারতে থাকতে পছন্দ করবেন। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন বলছে, যদি কোনো পুরুষ বা মহিলা কোনো ভারতীয় নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বিয়ের রেজিস্ট্রির আগে ৭ বছর বসবাস করেন, তাহলে তিনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও বাবা মা ভারতীয় হলে সন্তানরা জন্মগত অধিকারের ভিত্তিতে ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন।
আরো পড়ুন : বড়সড় রদবদল, দীর্ঘ দু বছর পর জায়গা খোয়ালো জলসার জনপ্রিয় মেগা! শীর্ষে উঠে এল কে?
কী বলছেন আধিকারিকরা: একটি পরিসংখ্যান বলছে, বিগত পাঁচ বছরে বাংলায় ৪১০ জন বাংলাদেশি মহিলা ভারতীয় পুরুষদের স্বামী হিসেবে বেছে নিয়েছেন। অন্যদিকে ৭৬ জন বাংলাদেশি (India-Bangladesh) পুরুষ বিয়ে করেছেন ভারতীয় মহিলাদের। একজন আধিকারিক এ বিষয়ে বলেন, ঐতিহ্যগতভাবে অধিকাংশ বাংলাদেশি (Bangladesh) মহিলা ভারতীয় স্বামীর সঙ্গে ভারতে থাকতে পছন্দ করেন।
আরো পড়ুন : দুর্নীতির আঁতুড়ঘর বাংলাদেশ! ‘লজ্জায় মাথা হেঁট…’, উলটো সুর স্বয়ং ইউনূসের
রিপোর্ট বলছে, ২০২৪ সালে দুই দেশের নাগরিকদের মধ্যে যে ১১১ টি বিয়ের আবেদন পড়েছিল, তার মধ্যে ৭৯ জন বাংলাদেশি কনে ছিলেন হিন্দু, ১৬ জন মুসলিম এবং ৫ জন খ্রিস্টান। অন্যদিকে বাংলায় বিয়ে করা বাংলাদেশি বরদের মধ্যে মাত্র ৯ জন ছিলেন হিন্দু এবং দুজন মুসলিম। তার আগে ২০২৩ সালে সংখ্যাটা ছিল অর্ধেকেরও কম। ৫৪ জনের মধ্যে অধিকাংশই ছিলেন হিন্দু।