বাংলাহান্ট ডেস্ক : শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে অরাজকতা মাথাচাড়া দিয়েছে। এই মুহূর্তে গোটা পৃথিবীর চোখ রয়েছে বাংলাদেশে। ভারত ও বাংলাদেশ (India-Bangladesh) দুটি পাশাপাশি রাষ্ট্র হলেও, এই দুই দেশের সামরিক শক্তির পার্থক্য শুনলে ভিমড়ি খেতে পারেন আপনিও। ২০২৪ সালে গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তিধর দেশ ভারত। বিশ্বের সবথেকে শক্তিধর দেশ আমেরিকার পাওয়ার ইনডেক্স ০.০৬৯৯, সেখানে ভারতের পাওয়ার ইনডেক্স ০.১০২৩। এই তালিকায় আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ রয়েছে ৩৭ তম স্থানে। বাংলাদেশের পাওয়ার ইনডেক্স ০.৫৪১৯।
ভারত ও বাংলাদেশের (India-Bangladesh) সামরিক শক্তি
আকাশপথে ভারত ও বাংলাদেশের (India-Bangladesh) শক্তি:
২,২৯৬টি এয়ারক্রাফট এই মুহূর্তে রয়েছে ভারতের কাছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্টে বলা হয়েছে, ভারতের হাতে রয়েছে ৬০৬টি যুদ্ধবিমান, ৮৬৯টি হেলিকপ্টার। এছাড়াও রাফাল, তেজস, সুখোই এসইউ-৩০এমকেআই, মিরাজ ২০০০-র মতো বিধ্বংসী যুদ্ধবিমান ভারতের আকাশপথকে আরো সুরক্ষিত করেছে।
বর্তমানে বাংলাদেশের কাছে এয়ারক্রাফটের সংখ্যা মাত্র ২১৬টি। রিপোর্ট অনুযায়ী, ৪৪টি যুদ্ধবিমান, ৭৩টি হেলিকপ্টার রয়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্রটির।
স্থলভাগের ভারত ও বাংলাদেশের (India-Bangladesh) সক্ষমতা:
গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে, ৪,৬১৪টি ট্যাঙ্ক, ৭০২টি রকেট আর্টিলারি, ১,৫১,২৪৮টি গাড়ি রয়েছে ভারতের। টি-৯০ ভীষ্ম, জোরাবরের মতো ট্যাঙ্ক রয়েছে ভারতের। এছাড়াও ভারত একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র।
অন্যদিকে, বাংলাদেশের কাছে ট্যাঙ্কের সংখ্যা মাত্র ৩২০টি। ১৩,১০০টি গাড়ি, ২৭টি সেলফ-প্রপেলড আর্টিলারি ও ৭১টি রকেট আর্টিলারি রয়েছে বাংলাদেশের হাতে।
আরোও পড়ুন : উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এবার সরাসরি নিশানা মমতাকে! ইউনূসের উপদেষ্টা করলেন বিদ্রুপ
জলপথে ভারত ও বাংলাদেশের (India-Bangladesh) শক্তি:
গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে, ভারতের নৌবাহিনীর হাতে যেখানে ২৯৪ ‘অ্যাসেট’ রয়েছে, সেখানে বাংলাদেশের ‘অ্যাসেট’ সংখ্যা মাত্র ১১৭টি। ১২টি ফ্রিগেট এবং ১২টি ডেস্ট্রয়ার, ১৮টি সাবমেরিন, ১৩৭টি প্যাট্রোলিং ভেসেল, ২টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে ভারতের। অপরদিকে, বাংলাদেশের কাছে ২টি সাবমেরিন, ৭টি ফ্রিগেট, ৫৫টি প্যাট্রলিং ভেসেল রয়েছে।