ঘুরে গেল খেলা? আচমকাই বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ নৌবাহিনীর যৌথ মহড়া, ব্যাপারটা কী?

বাংলা হান্ট ডেস্ক: বঙ্গোপসাগরে ঘটল বড় চমক! এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার বঙ্গোপসাগরে যৌথ মহড়া ও টহল দিয়েছে ভারত ও বাংলাদেশের (India-Bangladesh) নৌবাহিনী। চলতি সপ্তাহে অনুষ্ঠিত এই যৌথ মহড়ার উদ্দেশ্য হল উভয় দেশের নৌবাহিনীকে একে অপরের সাথে সমন্বয় সাধন এবং সামুদ্রিক অভিযানের জন্য তথ্য আদান-প্রদানের সুযোগ দেওয়া।

বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ (India-Bangladesh) নৌবাহিনীর যৌথ মহড়া:

“বঙ্গসাগর ২০২৫” নামের এই মহড়ায় ভারতীয় নৌবাহিনীর আইএনএস রণবীর এবং বাংলাদেশী নৌবাহিনীর বিএনএস আবু উবাইদা অংশ নিয়েছিল। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারত ও বাংলাদেশের (India-Bangladesh) নৌবাহিনী ২০১৯ সাল থেকে বঙ্গোপসাগরে বঙ্গোসাগরের অধীনে যৌথ টহল পরিচালনা করছে। তবে বর্তমান মহড়াটি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উত্তেজনার মধ্যে সম্পন্ন হয়েছে।

India-Bangladesh navy relation update.

ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনী, এই মহড়ার বিষয়ে তার বিবৃতিতে বলেছে, দুই নৌবাহিনীর মধ্যে নৌসেনার বর্ধিত সমন্বয় ওই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি বিশ্বব্যাপী নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের যৌথ অঙ্গীকার প্রতিফলিত করে। এই অনুশীলনে বিভিন্ন ধরণের অপারেশন জড়িত ছিল। যেমন সারফেস ফায়ারিং, কৌশল, একটি চলন্ত জাহাজে রসদ সরবরাহ এবং ক্রস-বোর্ডিং। এই মহড়াটি নৌ অভিযানের বিস্তৃত এলাকাকে কভার করেছিল।

আরও পড়ুন: ট্রেন হাইজ্যাকের ঘটনায় ভারতের দিকে আঙুল তোলার জের! পাকিস্তানকে মোক্ষম জবাব দিল দিল্লি

সেনাবাহিনীর প্রস্তুতিও পরীক্ষা করা হয়েছে: সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল যে, মহড়ায় যোগাযোগ অনুশীলনও অন্তর্ভুক্ত ছিল। যা সেনাবাহিনীর প্রস্তুতি পরীক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি অপারেশনাল দল এবং জুনিয়র অফিসারদের পেশাদার বিষয়ে তাদের সামুদ্রিক জ্ঞান বাড়ানোর সুযোগও দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমান সময়ে বিশেষজ্ঞরা প্রতিবেশী হওয়ায় ভারত ও বাংলাদেশের (India-Bangladesh) নৌবাহিনীর মধ্যে গভীর সম্পর্কের ওপর জোর দিচ্ছেন। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এই বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম সাংবাদিক সম্মেলনে স্বীকার করেছিলেন যে, “বাংলাদেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে প্রতিবেশী হিসেবে আমাদের একে অপরকে বোঝা উচিত।”

আরও পড়ুন: আমেরিকার হুমকিও পেলনা পাত্তা! এবার নয়া নজির গড়ল ভারত-রাশিয়ার বন্ধুত্ব, অবাক গোটা বিশ্ব

এমতাবস্থায়, ভারতীয় নৌবাহিনী এবং বাংলাদেশী নৌবাহিনীর (India-Bangladesh) মধ্যে বঙ্গসাগর মহড়াও গুরুত্বপূর্ণ। কারণ উভয় দেশই সমুদ্রে বর্তমানে হুমকির সম্মুখীন হয়েছে। গত বছর শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশে পরিস্থিতি বদলে গিয়েছে। পাকিস্তানও দ্রুত বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। যার ফলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আগের উত্তেজনাপূর্ণ সম্পর্কের উন্নতি হতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ বেড়েছে ভারতের জন্য। তাই, সামগ্রিকভাবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর