ভারতের একটা কাজেই শায়েস্তা পাকিস্তান! পাশে আছে USA! এবার হাটু কাঁপতে শুরু করেছে ইউনূসের

বাংলাহান্ট ডেস্ক : সাম্প্রতিক অতীতে বেশ তলানিতে ঠেকেছে ভারত (India) ও বাংলাদেশের (Bangladesh) সম্পর্ক। হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক হুমকি দিয়ে চলেছে ভারতকে। যদিও বাংলাদেশের শত হুমকিকে ডোন্ট কেয়ার মনোভাব দেখাচ্ছে দিল্লি।

মাস্টারস্ট্রোক ভারতের (India)

এই অবস্থায় পাকিস্তানসহ (Pakistan) বাংলাদেশকে ভারতের পক্ষ থেকে দেওয়া হল বড় বার্তা। এবার নিশ্চই ভাবছেন হঠাৎ এমন কী হল যার জন্য বাংলাদেশ ও পাকিস্তানের কাছে যাবে নতুন বার্তা? জানা যাচ্ছে, খুব শীঘ্রই ভারতের হাতে তুলে দেওয়া হবে মুম্বই হামলার অন্যতম চক্রী, পাক বংশোদ্ভূত কানাডিয় ব্যবসায়ী তাহাউর রানাকে।

Bangladesh

সেই লক্ষ্যে ইতিমধ্যেই কূটনৈতিক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আমেরিকার (United States of America) একটি আদালত গত আগস্ট মাসে জানিয়ে দেয়, ভারতে (India) প্রত্যার্পণের উপযুক্ত তাহাউর রানা। আমেরিকা ও ভারতের মধ্যে থাকা প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে অনায়াসে ভারতের হাতে তুলে দেওয়া যেতে পারে এই কানাডিয়ান ব্যবসায়ীকে।

আরোও পড়ুন : শীতেই ঘুরে আসুন এই জায়গায়, কলকাতা থেকে মাত্র ৩ ঘন্টা দূরত্বে, গেলেই মন প্রাণ যাবে জুড়ে!

ওয়াশিংটনের ফেডারেল আদালত গত বছর জুলাই মাসে নির্দেশ দেয়  তাহাউর রানাকে ভারতে (India) প্রত্যার্পণের। ফেডারেল আদালতের নির্দেশকে চ্যালঞ্জ জানিয়ে রানা দ্বারস্থ হন ওয়াশিংটনের নবম সার্কিট বেঞ্চে। সেই বেঞ্চ রানাকে ভারতের কাছে প্রত্যার্পনের নির্দেশ দিয়েছে। এমনকি প্রত্যার্পণের রায়ের স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিয়েছে আদালত।

India

এরপর প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী ভারতের (India) হাতে রানাকে তুলে দেওয়ার ক্ষেত্রে থাকল না আর জটিলতা। আমেরিকার আইন অনুযায়ী বিদেশ সচিব সেই আদেশনামায় স্বাক্ষর করলেই ভারতের হাতে তুলে দেওয়া হবে রানাকে। যদিও আমেরিকার আদালতে রানা দারস্থ হয়ে জানিয়েছিলেন, তার প্রত্যার্পণের বিষয়টি সম্পূর্ণ আইনবিরুদ্ধ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর