হাসিনার বিদায় হতেই বিপত্তি! এই ক্ষেত্রে বাড়ছে ভারতের সমস্যা….চাঞ্চল্যকর তথ্য ফাঁস কেন্দ্রের

বাংলাহান্ট ডেস্ক : শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতের (India-Bangladesh)। একদিকে যেমন রয়েছে বাংলাদেশের অন্দরে ‘ভারত বিদ্বেষী’ মনোভাব, অন্যদিকে রয়েছে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা। এবার সংসদে কেন্দ্রের তরফ থেকে তথ্য দিয়ে জানানো হল, শেখ হাসিনার পতনের পর সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা বৃদ্ধি পেয়েছে প্রায় দ্বিগুণ।

হাসিনার পতনের পর ভারত-বাংলাদেশের (India-Bangladesh) সমস্যা

গত ১ বছরে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে অনুপ্রবেশের চেষ্টা :

সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বুধবার জানান, ২০২৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ২৬০১ জন বাংলাদেশি নাগরিক ভারতে (India) অনুপ্রবেশের সময়ে ধরা পড়েছেন। গত বছর ফেব্রুয়ারি থেকে আগস্ট মাসের মধ্যেই সীমান্তরক্ষা বাহিনীর হাতে আটক হয়েছেন ৮৭৯ জন। পরবর্তী ৬ মাসে অর্থাৎ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতনের পর ভারতে অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে ৮০ গুণ।

আরও পড়ুন : ‘এই প্রশাসন চুপ কেন? দলের থেকে আমার কমিউনিটি আগে’, বিস্ফোরক হুমায়ুন কবীর

গত বছর আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে (India-Bangladesh) অবৈধভাবে প্রবেশের চেষ্টায় বিএসএফ আটক করেছে ১৫৮৪ জন বাংলাদেশিকে। গত ১৩ মাসের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় সবথেকে বেশি গ্রেফতারি হয়েছে অক্টোবর মাসে। গত বছর অক্টোবর মাসে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় বিএসএফের হাতে ধরা পড়েছেন ৩৩১ জন বাংলাদেশি নাগরিক।

India-Bangladesh problem after Sheikh Hasina left

অনুপ্রবেশ রুখতে কড়া নজরদারি স্বরাষ্ট্র মন্ত্রকের:

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, অবৈধ অনুপ্রবেশ রুখতে নজরদারি বাড়ানো হচ্ছে সীমান্ত এলাকায়। অনুপ্রবেশ রুখতে ব্যবহার করা হচ্ছে আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তি। ‘হ্যান্ড হেল্ড থার্মাল ইমেজার’ ব্যবহার শুরু করেছে বিএসএফ। অন্ধকারে অনুসন্ধান চালানোর জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ যন্ত্র। পাশাপাশি ইউএভি, সিসিটিভি, পিটিজেড ক্যামেরা, ইনফ্রারেড সেন্সর ব্যবহার করেও আঁটোসাঁটো করা হচ্ছে সীমান্ত নিরাপত্তা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর