বাংলাহান্ট ডেস্ক : গত বছর শেখ হাসিনা গদিচ্যুত হওয়া এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে আর্থিক মন্দায় বিধ্বস্ত বাংলাদেশ (India-Bangladesh)। বেড়েছে নৈরাজ্য। ‘বদলের বাংলাদেশ’এ যে বিষয়গুলি পরিবর্তন হয়েছে, তা হল পাকিস্তান এবং চিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক। ১৯৭১ সালের পর থেকে, এমনকি হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের (India-Bangladesh) যেমন সম্পর্ক ছিল, ইউনূস ক্ষমতায় এসে তা বদলে দিয়েছেন। শত্রু হয়ে উঠেছে বন্ধু, আর দীর্ঘদিনের কৃতজ্ঞতা ভুলে বন্ধু ভারতকে দূরে খেলেছে বাংলাদেশ।
পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে বাংলাদেশ (India-Bangladesh)
তদারকি সরকারের আমলে বাংলাদেশে (India-Bangladesh) সংখ্যালঘু নির্যাতন বেড়েছে লাফিয়ে। দেশের উগ্রপন্থীদের সমর্থনের অভিযোগ উঠছে বারংবার। জামাত-ই-ইসলামির মতো সংগঠনগুলি পাচ্ছে সরকারি সুযোগ সুবিধা। বিশেষ করে বিগত কয়েক মাসে খোলামেলা ভাবেই বন্ধুত্বের হাত বাড়াতে দেখা গিয়েছে বাংলাদেশ (India-Bangladesh) এবং পাকিস্তানকে। এর মাঝেই পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসেতে চলেছেন।
আগের থেকে বদলেছে পরিস্থিতি: যেমনটা জানা যাচ্ছে, মহম্মদ ইউনূস এবং শাহবাজ শরিফের একাধিক বৈঠকের পর বাংলাদেশ (India-Bangladesh) সফরে আসছেন পাক উপ প্রধানমন্ত্রী। উল্লেখ্য, শেখ হাসিনার আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মোটেই সৌহার্দ্যপূর্ণ ছিল না। এমতাবস্থায় ২০০৮ সালের পর থেকে পাকিস্তান সরকারের মন্ত্রী পর্যায়ের কোনো কর্মকর্তাই বাংলাদেশে (India-Bangladesh) আসেননি। কিন্তু ইউনূস এসেই সেই পরিস্থিতি বদলে দিয়েছেন।
আরো পড়ুন : মাত্র ৩ মাসেই এত বড় সিদ্ধান্ত! ‘উড়ান’এর পর এবার কপাল পুড়ল এই সিরিয়ালের, রাতারাতি মুখবদল নায়কের?
দুই নেতার মধ্যে বৈঠক: জানা গিয়েছে, পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীর বাংলাদেশ (India-Bangladesh) সফরের আগে জেড্ডায় উপদেষ্টা মহম্মদ তৌসিফ হোসেনের সঙ্গে তাঁর বৈঠক হয়। ঢাকার পাকিস্তান হাইকমিশন জানিয়েছিল, ওই বৈঠকটি যথেষ্ট ইতিবাচক হয়েছিল। ওই বৈঠকে দুই নেতাই দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পক্ষে আগ্রহ প্রকাশ করেছিলেন।
আরো পড়ুন : ভারতকে চাপে ফেলার চেষ্টা? বাংলাদেশে ঢালাও অস্ত্র সরবরাহ চিনের! সামনে এল ভয়ঙ্কর রিপোর্ট
প্রসঙ্গত, কিছুদিন আগেও ভারতের উত্তর পূর্ব সীমান্তে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এর কর্তাদের সঙ্গে বাংলাদেশি কর্মকর্তাদের দেখা গিয়েছে। এই ঘনিষ্ঠতা মোটেই ভালো ভাবে দেখছেন না ভারতীয় কূটনীতিকরা। কারণ এর আগেও পাকিস্তান থেকে আইএসআই ভারতের উত্তর পূর্ব সীমান্তে বিচ্ছিন্নতাবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। তেমন পরিস্থিতির পুনরাবৃত্তি না হয় আবার, সেই চিন্তাই করছেন ওয়াকিবহাল মহল।