ঘুরছে খেলা, পাল্টি খাচ্ছে বাংলাদেশ! ভারতের প্রসঙ্গে এবার উল্টো সুর ইউনূসের

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি একাধিক ইস্যু নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কে দূরত্ব বেড়েছে ভারত ও বাংলাদেশের (India-Bangladesh)। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ক্রমশ জোড়ালো হয়েছে ভারত বিদ্বেষী মনোভাব। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে উত্তেজনা তৈরির মতো একাধিক ঘটনা প্রশ্নের মুখে ফেলেছে স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে।

ভারতের সাথে বাংলাদেশের (India-Bangladesh) সম্পর্ক নিয়ে মন্তব্য ইউনূসের

তবে এবার ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে ভারতকে (India) নিয়ে ‘সুখ্যাতি’ শোনা গেল ইউনূসের (Mohammad Yunus) গলায়। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস বলেন, কোনও বিকল্প নেই, ভারত ও বাংলাদেশ (India-Bangladesh) একে অপরের উপর নির্ভরশীল। কিছু বিষয় নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ হয়েছে ঠিকই, তবে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে ভারতের সাথে।

আরোও পড়ুন : রিপিট হয়নি ২০১৫ সাল থেকে! কেমন হল উচ্চ-মাধ্যমিকের বাংলা পরীক্ষার প্রশ্ন?

আগামী ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে অংশ নিতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং বাংলাদেশের (Bangladesh) মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে দুই দেশের রাষ্ট্রপ্রধান একান্ত আলাপচারিতায় বসবেন নাকি তা নিয়ে এখন রীতিমত জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে সব মহলে। থাইল্যান্ড সফরের আগে ইউনূসের এহেন মন্তব্য তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরোও পড়ুন : একটানা TRP পতন, দর্শক টানতে এবার যা করল জলসার মেগা… ইতিহাস গড়ল টেলিভিশনে!

এদিন বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ইউনূস বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক খুবই ভালো। আমাদের সম্পর্কের কোনও অবনতি হয়নি। আমাদের সম্পর্ক সব সময় ভালো থাকবে। এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ-ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের ওপর নির্ভরশীলতা অনেক বেশি। ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। সেটার থেকে আমরা সরে আসতে পারব না।’

India-Bangladesh relation Mohammad Yunus comments

এরই সাথে ইউনূস যুক্ত করেন, ‘তবে মাঝখানে কিছু কিছু মেঘ দেখা দিয়েছে। তা অপপ্রচারের কারণে এসেছে। এই অপপ্রচার কোন শত্রুরা করছে, সেটা বিচার করতে হবে। কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়েছে ভারতের। সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। ভারত সরকারের সঙ্গে আমাদের সব সময় যোগাযোগ হচ্ছে। তারা এখানে আসছে, আমাদের লোকজন সেখানে যাচ্ছে। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার প্রথমেই কথা হয়ে গিয়েছে।’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর