‘লাফালাফি’ই সার! মুখ থুবড়ে পড়ল এই ক্ষেত্রে! ফের সাহায্যের জন্য ভারতের পায়েই পড়ল বাংলাদেশ

বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ‘ভারতবিদ্বেষ’ যেন পদ্মা পারে ডেইলি রুটিনে পরিণত হয়েছে। কখনও ঢাকার রাজপথে ভারত বিরোধী মিছিল, আবার কখনও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উস্কানিমূলক বক্তব্য, সব মিলিয়ে ক্রমশ জটিল থেকে জটিলতর হয়েছে ভারত-বাংলাদেশের (India-Bangladesh) সম্পর্ক।

ভারতের (India-Bangladesh) সাহায্যপ্রার্থী বাংলাদেশ

তবে ভারতকে ছাড়া যে বাংলাদেশের (India-Bangladesh) এক পাও চলা সম্ভব নয় তা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে গত কয়েক মাসে। বাংলাদেশে ভারতের (India-Bangladesh) সহায়তায় চলা বিভিন্ন প্রকল্পে ঢালাও ঋণ সাহায্য করেছে দিল্লি। হাসিনা আমলে শুরু হওয়া সেই সব প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে সম্প্রতি দিল্লি এসেছিলেন বাংলাদেশের (Bangladesh) প্রতিনিধি দল। 

আরও পড়ুন : প্রত্যেকটি নথি অমূল্য, সংরক্ষণ করতেই হবে! এবার বড় রায় দিয়ে দিল সুপ্রিম কোর্ট! কোন মামলায়?

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, প্রকল্পগুলির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে থমকে গিয়েছে একাধিক প্রকল্পের কাজ। সে দেশের চলমান পরিস্থিতিতে যে নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে তার ফলে গতি কমেছে বিভিন্ন প্রকল্পের কাজে। রণধীর জয়সওয়াল বলেন, দুই দেশের প্রতিনিধিদের আলোচনায় দীর্ঘদিন ধরে চলে আসা বাংলাদেশের ‘স্থানীয় ইস্যুর’ প্রসঙ্গ উত্থাপিত হয়েছে।

আরও পড়ুন : ‘ভারতে কিছুই বিক্রি করা যায় না,’ ….কী আক্ষেপ ট্রাম্পের! সবশুনে ‘ইন্ডিয়া’ যা ঠিক করল….

রণধীর জয়ওয়াল জানান, ‘এসব উন্নয়ন কর্মসূচি ভারতের অগ্রাধিকার। কিন্তু নানা কারণে কাজ ব্যাহত হওয়ায় দুই দেশ এখন ঠিক করেছে, প্রকল্পগুলো যুক্তিযুক্ত করে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। এটা নির্ভর করবে বাংলাদেশ সরকার কতটা আমাদের প্রতিশ্রুতি মতো সমর্থন জানাচ্ছে এর ওপর। তাছাড়া প্রকল্প রূপায়ণে প্রয়োজনীয় অনুমতি দেওয়ার ওপরও কাজের গতি নির্ভর করবে।’

India-Bangladesh these projects update

এই আবহে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল ভারতে ইলিশ রপ্তানি নিয়ন্ত্রণ করার। এমনকি খাদ্যপণ্য আমদানির জন্য বিকল্প ব্যবস্থাও খোঁজার তোড়জোড় শুরু করে ইউনূস সরকার। তবে বাংলাদেশের ডলার সংকট পরিস্থিতি মোকাবিলা করতে শেষমেশ ভারতকে ইলিশ রপ্তানি করতে বাধ্য হয় ইউনূস প্রশাসন। তার উপর মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে ট্রাম্পের অভিষেকের পর বাংলাদেশকে অর্থ সাহায্য বন্ধ করেছে আমেরিকা। এমন দোদুল্যমান পরিস্থিতিতে ফের ভারতের কাছেই হাত পাততে হল বাংলাদেশকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর