হাত পাততে হচ্ছে সেই ভারতের কাছেই! ২৬৫ কোটি দিয়ে শেষে বাংলাদেশকে কিনতেই হচ্ছে এই জিনিস….

বাংলাহান্ট ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত ও বাংলাদেশ (India-Bangladesh) সম্পর্ক যতই তিক্ত হোক না কেন, তার নেতিবাচক প্রভাব বাণিজ্য ক্ষেত্রে পড়তে দিতে নারাজ দুপক্ষই। বছরের পর বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ। বিশেষ করে ভারত থেকে প্রতিবছর প্রচুর পরিমাণ খাদ্যপণ্য আমদানি করে থাকে বাংলাদেশ।

ভারত-বাংলাদেশ (India-Bangladesh) আমদানি রপ্তানি

এবার বিপুল পরিমাণ টাকা খরচ করে ভারতের থেকে চাল কিনতে চলেছে ইউনূস (Mohammad Yunus) সরকার। ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে বৃহস্পতিবার ভারত থেকে চাল কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত ছাড়াও, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ চাল আমদানি করতে চলেছে বিশ্বের একাধিক দেশ থেকে।

আরোও পড়ুন : সময় বদলাতেই TRP-র পতন, “স্লট লিডার” থেকে বন্ধের মুখে মেগা! বড় সিদ্ধান্ত জলসার

অশান্তির আবহেই এবার ভারত থেকে ৫০ টন সেদ্ধ নন বাসমতি চাল আমদানি করার সিদ্ধান্ত নিল সে দেশের সরকার। বাংলাদেশের সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে বৃহস্পতিবার এই সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সূত্রের খবর, খাদ্য অধিদপ্তরের ডাকা আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে অংশগ্রহণ করে ভারতীয় সংস্থা বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড বাংলাদেশে চাল রপ্তানির দায়িত্ব পেয়েছে।

আরোও পড়ুন : এক হচ্ছে কৃত্রিম মেধা ও ডেটা সায়েন্স, যোগ হচ্ছে ২’টি নতুন সাবজেক্ট! বদলে যাচ্ছে উচ্চ-মাধ্যমিকের সিলেবাস?

জানা গেছে, ৪৩৪.৫৫ মার্কিন ডলার প্রতি টন হিসাবে চাল আমদানি করা হবে ভারত (India) থেকে। শুল্ক-কর ছাড়া ২৬৫ কোটি ৮ লাখ টাকা ব্যয় করে ৫০ টন চাল কিনবে বাংলাদেশ (Bangladesh)। জানা যাচ্ছে, ভারতীয় মুদ্রায় বাংলাদেশে রপ্তানি করা চালের (Rice) মূল্য দাঁড়াবে প্রায় ১৯০ কোটি টাকা।

India-Bangladesh this things import export

তবে শুধু ভারত থেকে নয়, বিশ্বের একাধিক দেশ থেকে চাল আমদানি করে থাকে বাংলাদেশ। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, বাংলাদেশ খুব শীঘ্রই পাকিস্তান ও সিঙ্গাপুরের থেকে ৫০ টন করে চাল আমদানি করতে চলেছে। এমনকি সেদেশের খাদ্য মন্ত্রণালয় ভিয়েতনাম থেকে এক লক্ষ টন চাল আমদানি করার অনুমোদন দিয়েছে সম্প্রতি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর