আর নেই উপায়! অমীমাংসিত সমস্যার সমাধান করতে ভারতকেই পাশে চায় বাংলাদেশ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারত ও বাংলাদেশের (India-Bangladesh) মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক যখন তলানিতে, তখন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন জোর দিলেন দুই দেশের অমীমাংসিত সমস্যাগুলির সমাধানের উপর। এরই সাথে তৌহিদ জানান, দিল্লি ও ঢাকা দুপক্ষই সমাধানের পথে অগ্রসর হতে সম্মত হয়েছে। সম্প্রতি ওমানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে সেরে এসে বাংলাদেশের সাংবাদিকদের তৌহিদ হোসেন বলেন, “আমরা একমত হয়েছি যে, আমাদের একটি ভাল কর্মসম্পর্ক থাকা দরকার।”

ভারত-বাংলাদেশ (India-Bangladesh) অমীমাংসিত সমস্যার সমাধান

কোন কোন অমীমাংসিত সমস্যা দুই দেশের মধ্যে তৈরি হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত না জানালেও, তৌহিদ ভিসা সংক্রান্ত জটিলতা সমাধানের বিষয়টি উল্লেখ করেছেন তাঁর বক্তব্যে। তৌহিদের কথায়, “বিষয়টি জয়শঙ্কর ইতিবাচক ভাবে নিয়েছেন।” একইসাথে ইউনূসের বিদেশ উপদেষ্টা বলেন, ভারত ও বাংলাদেশের (India-Bangladesh) মধ্যে বাণিজ্যিক আদান-প্রদান আগের উচ্চতায় পৌঁছেছে।

আরোও পড়ুন : TRP তলানিতে, কিন্তু অ্যাওয়ার্ড শোতে বিরাট চমক! ঝুলি ভর্তি পুরস্কার জিতে কথা-গীতাকে টেক্কা দিল এই মেগা

বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান,  “অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে শুরুতে যে টানাপোড়েন ছিল, সেটা সবাই জানে। আমরা স্বীকারও করেছি তা। এরপর পররাষ্ট্রসচিবেরা বৈঠক করেছেন। এরপর ব্যবসা মোটামুটি বেড়েছে। আগের জায়গায় (ব্যবসা) পৌঁছে গেছে। এগুলো প্রত্যেকটাই তো ইঙ্গিত।”

আরোও পড়ুন : নিয়োগ দুর্নীতিতে বড় খবর! কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট দিল CBI! রয়েছে ‘এই’ ২জনেরও নাম

ইউনূস সরকার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে যথেষ্ট তৎপর হয়ে উঠেছে সাম্প্রতিক অতীতে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দাবি, জুলাই আন্দোলনের মামলার অগ্রগতির জন্য হাসিনাকে দেশে ফেরানো অত্যন্ত জরুরি।  হাসিনাকে দেশে ফেরানো নিয়ে জয়শঙ্করের সাথে আলোচনা হয়েছে কিনা সেই বিষয়ে সাংবাদিকদের তরফে জানতে চাইলে তৌহিদ জানান,  “সুনির্দিষ্ট কোনও আলোচনা হয়নি। তবে সাধারণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

India-Bangladesh unsolved problems solution

এরই সাথে তৌহিদ হোসেন বলেন, “এটি একটি স্বতন্ত্র বিষয় এবং আদালতের আদেশের পর বাংলাদেশ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।” তৌহিদ আরও বলেন, বিদেশমন্ত্রী পর্যায়ের আলোচনার উল্লেখ করে তিনি ভারতের (India) বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ (Bangladesh) সফরের আসার জন্য।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X