ভারতের সাথে বিবাদ! পেট চালাতে ১৭ হাজার কিমি দূরের দেশই ভরসা ইউনূসের

বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত ও বাংলাদেশের (India-Bangladesh) দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস মুখে যতই ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার কথা বলুন না কেন, বাস্তবে দেখা যাচ্ছে ঠিক উল্টো চিত্র।

ভারত থেকে বাংলাদেশে (India-Bangladesh) আর যাবে না গম

পদ্মাপারে ক্রমশ জোরালো হচ্ছে ভারতবিদ্বেষী মনোভাব। এই আবহে ভারতের সাথে বিবাদে জড়িয়ে রীতিমতো বিপাকে বাংলাদেশ। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, ইউনূস (Mohammad Yunus) সরকার গম আমদানি করার জন্য শরণাপন্ন হয়েছে আর্জেন্টিনার (Argentina)। লাতিন আমেরিকার এই দেশ থেকে বাংলাদেশ আমদানি করেছে ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম।

আরোও পড়ুন : মিলে যাচ্ছে সব হিসেব! চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় নিশ্চিত ভারতের? বড়সড় স্বস্তিতে রোহিত বাহিনী

এতদিন সাধারণত ভারত থেকেই গম যেত বাংলাদেশে। তবে ভারতের সাথে বাংলাদেশের (India-Bangladesh) সম্পর্ক তিক্ত হওয়ায় ইউনূস সরকারকে গম কেনার জন্য শরণাপন্ন হতে হয়েছে আর্জেন্টিনার। খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম গত বৃহস্পতিবার সংবাদমাধ্যমে এমন তথ্যই দিয়েছেন। 

আরোও পড়ুন : গুজবেই ঘটল সর্বনাশ! নয়াদিল্লি স্টেশনের মর্মান্তিক দুর্ঘটনায় বড়সড় “গাফিলতি” রেলের

বৃহস্পতিবার সাংবাদিকদের বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম জানান, দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে ৫২ হাজার ২০০ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে। আর্জেন্টিনা থেকে ৫২ হাজার ২০০ মেট্রিক টন গম নিয়ে বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এমভি ইন্ডিগো ওমেগা জাহাজটি।

India-Bangladesh wheat issue update

বন্দরে নমুনা পরীক্ষা করার পর বৃহস্পতিবারই খালাস করা হয় সেই গম (Wheat)। যদিও এই প্রথম নয়, এর আগেও আর্জেন্টিনা থেকে গম আমদানি করেছিল বাংলাদেশ। আর্জেন্টিনা থেকে ৫০ হাজার ২০০ মেট্রিক টন গম বাংলাদেশে এসে পৌঁছেছিল গত ৫ই ফেব্রুয়ারি। কিছুদিনের ব্যবধানে ফের বিপুল পরিমাণ গম আর্জেন্টিনা থেকে আসল বাংলাদেশে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর