অপ্রতিরোধ্য ভারত! আর্থিক উন্নয়নের ক্ষেত্রে চিনকে হারিয়ে দিয়ে এবার এই বিরাট তকমা পেল দেশ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই একের পর এক নজির তৈরি করছে ভারতের অর্থনীতি (Indian Economy)। এমনিতেই করোনার মতো ভয়াবহ মহামারীর ধাক্কা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের রেশ সামলে এখন ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ঠিক এই আবহেই একটি বড়সড় তথ্য সামনে এসেছে।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আমেরিকার বিখ্যাত আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা “মর্গ্যান স্ট্যানলি”-(Morgan Stanley)-র সাম্প্রতিক রিপোর্টে এহেন বড়সড় তথ্য জানানো হয়েছে। ওই সংস্থার রিপোর্ট অনুযায়ী, আর্থিক বৃদ্ধির নিরিখে ভারত “ইক্যুয়াল ওয়েট” অর্থাৎ সমান ওজনের স্তর থেকে উন্নীত হয়ে বর্তমানে “ওভারওয়েট” স্তরে পৌঁছে গিয়েছে।

উল্লেখ্য যে, মহামারী থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধের “ধাক্কা”-র মধ্যে বিশ্বের অর্থনীতি প্রভাবিত হলেও ভারতের অর্থনীতি নিজের অবস্থান ভালোভাবে ধরে রাখতে সক্ষম হয়েছে। এমনকি, এই বিষয়টি আগেই জানিয়েছে বিশ্ব ব্যাঙ্ক থেকে শুরু করে IMF, “ব্লুমবার্গ ইকনমিক্স”-সহ একাধিক প্রতিষ্ঠান। সেই তালিকায় এবার নতুন করে যুক্ত হল “মর্গ্যান স্ট্যানলি”।

তবে, এবার জানিয়ে রাখি যে, অর্থনীতিতে “ওভারওয়েট” রেটিংয়ের তাৎপর্য ঠিক কি? মূলত, “মর্গ্যান স্ট্যানলি”-র বিশেষজ্ঞেরা অদূর ভবিষ্যতে ভারতীয় অর্থনীতির বিপুল উত্থানের সম্ভাবনার বিষয়টি আঁচ করেছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সম্প্রতি আর্থিক উন্নয়নের নিরিখে আমেরিকার “ট্রিপল এ” তকমা ছাঁটাই করেছে সংশ্লিষ্ট সংস্থা।

পাশাপাশি, চিনে আর্থিক মন্দার নেতিবাচক প্রভাব আরও বৃদ্ধির ক্ষেত্রেও পূর্বাভাস দেওয়া হয়েছে। এমতাবস্থায়, ভারতীয় অর্থনীতির ক্ষেত্র ওই রিপোর্টে বলা হয়েছে যে, বিশ্ব অর্থনীতিতে টানাপড়েনের রেশের মধ্যেই ভারতে GDP বৃদ্ধির হার ধারাবাহিক ভাবে ৬.২ শতাংশের উপরে থাকার ঘটনাকে “আশাব্যঞ্জক” বলা হয়েছে।

India beat China in the pace of financial development

এদিকে, ভারতের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতির উত্থানের বিষয়ে “মর্গ্যান স্ট্যানলি” জানিয়েছে, বিনিয়োগের পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে সরকারি স্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে দেশ। এছাড়াও, ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি বিপুল জনশক্তির জোরের মাধ্যমে ভারতীয় অর্থনীতি আরও শক্তিশালী হতে পেরেছে বলে জানিয়েছে ওই সংস্থা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর